বাংলাদেশের জাতীয় সংগীতে শরীয়ত বিরোধী কিছু নেই। বাহ্যিক ভাবে যা দেখা যায় তা রূপকার্থে বৈধ।
বুকে হাত রেখে গাওয়া যাবে। কেননা এটি দেশের চেতনা ধারণ এবং নিজের ভিতর দেশের প্রতি ভক্তি প্রকাশ মাত্র।
[ইবনে আরাবি, আহকামুল কুরআন : ৩/৪৬২, রদ্দুল মুহতার : ৬/৩৪৯, আল মাউসুআতুল ফিকহিয়া : ২৬/১১৪, ফতোয়া বিভাগ জামিয়া রাহমানিয়া, মুহাম্মদপুর ঢাকা।]