২৪৭
খাবারে বসার সুন্নাত নিয়ম-
প্রশ্নঃ ২৪৭. খাবার বসার সুন্নত পদ্বতি কি?
আল্লাহ তায়ালা রিযিকদাতা আর আমরা রিযিক গ্রহণকারী। আল্লাহ আমাদের রব আর আমরা আল্লাহর বান্দা-আল্লাহর গোলাম। সুতরাং মনিবের সামনে গোলাম যেভাবে বসে, খাবার গ্রহণ করার সময় আমরা সেভাবেই বসব। বিনয় প্রকাশ পায় এমনভাবে বসব। এমনটিই নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। নবীজী বলতেন- آكُلُ كَمَا يَأْكُلُ الْعَبْدُ، وَأَجْلِسُ كَمَا يَجْلِسُ الْعَبْدُ. গোলাম যেভাবে খায় আমিও সেভাবে খাব। গোলাম যেভাবে বসে (খাওয়ার সময়) আমিও সেভাবেই বসব।
(মুসনাদে আবু ইয়া‘লা, হাদীস ৪৯২০; মাজমাউয যাওয়ায়েদ, হাদীস ১৪২১০;)
তবে নির্দিষ্টভাবে বললে খাবারে বসার সুন্নত পদ্ধতি হচ্ছে ডান পা খাড়া করে বাম পায়ের উপর ভর করে বসা। যেমনটি ফাতহুল বারীতে এসেছে।