এক ব্যক্তি নিয়ত করেছিল মসজিদে ৫ শতাংশ জায়গা দান করবে। তার মৃত্যুর তার ছেলেরা একটা খানকাহ তে জায়গা দান করেন। খানকাহ তে জুমা ব্যতীত ৫ ওয়াক্ত নামাজ হয়, জিকির আজকার, কুরআন তিলাওয়াত এবং ছোট বাচ্চাদের মুক্তবের ব্যবস্থা আছে। এমতাবস্থায় তাদের জায়গা দান ঠিক আছে?