আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত, আমি Local dropshipping সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আমার ওয়েবসাইটে (বাংলাদেশী) হোল-সেলার এর পণ্য show করাব এবং ফেসবুক মার্কেটিং করে অর্ডার নিয়ে আসবো এবং সেই অর্ডার হোলসেলার এর কাছে ট্রান্সফার করবো। 1. হোলসেলার তার পণ্যের গুণগত মান যা রেখেছে আমি আমার ওয়েবসাইটে তাই show করাবো। 2. এখানে হোলসেলার পণ্যটি কাস্টমার হাতে পেয়ে পেমেন্ট নেওয়ার সিস্টেম রেখেছে। 3. এবং আমার নামেই হোলসেলার পণ্যটি কাস্টমারের কাছে পাঠিয়ে দিবে। 4. আমাকে প্রতি পন্নের মূল্য হিসেবে আলাদা আলাদা লাভ দিবে। এখানে তো সাধারণত পণ্য বিক্রি করে দিয়ে পারসেন্টিজ হিসেবে টাকা নেওয়া হয়। উপরিক্ত শর্তাবলী মেনে যদি আমি Local Dropshipping করি তাহলে হালাল হবে কিনা? অথবা কোন কোন শর্তাবলির মাধ্যমে উপরিক্ত সিস্টেমটা বৈধ হবে? যদি দয়া করে একটু বিস্তারিত বলতেন তাহলে অনেক উপকৃত হতাম। এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো।
Drop Shipping করা কী হালাল?
হযরত drop shopping করা কী জায়েজ?