আমার ব্যাখ্যাটা কি সঠিক দয়া করে জানাবেন।। বালাগাতে একটি বিষয় আছে এরকম যে جملة خبرية ও جملة انشائية একসাথে হয় তাহলে তাদের মধ্যে কোন حرف عطف দরকার নেই । আর আমাদের সমাজে একশ্রেণীর ভাই আছেন যারা বলে থাকেন যে কালিমায়ে তো এবার মধ্যে ভুল আছে সেখানে حرف عطف হবে। আমরা সেখানে দেখতে পাচ্ছি جملة خبرية ও جملة انشائية আছে।