মামা প্রবাসে যাওয়ার সময় আমার মা গরু বিক্রি করে টাকা দেন। মামা মাকে বলেন এর পরিবর্তে আপনাকে একটা সোনার গহনা দিব। পরবর্তীতে মামা সেটা মাকে দিয়ে দেন। এখন আমার প্রশ্ন হলো এটা কি সুদ হবে নাকি বিনিময় হবে? উল্লেখ্য তখন সোনার ভরি কত ছিল সেটা মা জানতেন না।