১. ফরজ গোসল দেরিতে কোরলে রোজা মাকরুহ বা রোজা হালকা হবে? ২. ফরজ গোসল এর সময় কুলি করতে গিয়ে যদি পেটের ভিতর হালকা পানি চলে যায় তাহলে রোজা হালকা হবে নাকি ভেঙ্গে যাবে ? ৩. নাকের কতোটুকু পরিমান ভিতর পর্যন্ত পানি পৌঁছাতে হবে ? ৪. কতোটুকু পরিমান পানি নাকের ভিতর গেলে রোজা ভেঙ্গে যাবে বা মাকরুহ হবে?