আমার জানামতে, বন্ধকি রাখা সম্পদ থেকে উপকৃত হওয়া নাজায়েজ। স্বল্পমূল্যে ফ্ল্যাট ভাড়া নিয়ে অগ্রীম কয়েক লাখ টাকা ( ভাড়া) মালিককে দেয়া হলো অতঃপর বেশি মূল্যে উক্ত ফ্ল্যাট ভাড়া দিয়ে মুনাফা নেয়া জায়েজ হবে কি?
স্বর্ন গহনা দোকান দারের নিকট বন্ধক রেখে টাকা নেওয়া কি জায়েয?