প্রশ্নঃ আমরা যারা ছারছীনা পন্থি নফী ইসবাত জিকির করি, তারা জিকির এর জন্য নিয়ত করার সময় পীর সাহেব হুজুর ( মাঃজিঃআঃ) এর অসিলা দেই। এর কারণ কি ? আমরা তো আল্লাহর জিকির করি আল্লাহ তো আমার সম্পর্কে জানেন এবং সব শুনেন, তাহলে অসিলা দিতে হবে কেন ?