একটি আয়াত আছে সেটার অর্থ হচ্ছে আল্লাহর রাসুল তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা তোমরা গ্রহণ কর আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এখন আমার প্রশ্ন হচ্ছে আল্লাহর রসুল সা : আমাদের জন্য কি দিয়েছেন যা আমরা গ্রহন করব? আর কি নিষেধ করছেন যা থেকে বিরত থাকবো? জানালে উপকৃত হবো ।
وقد ذكر السهيلي أن العباس رضي الله عنه قال: لما مات أبو لهب رأيته في منامي بعد حول في شر حال، فقال: ما لقيت بعدكم راحة إلا أن العذاب يخفف عني كل يوم اثنين. كذا في عمدة القارئ للعيني আব্বাস রা. এর এই বর্ণণার বিশুদ্ধতা কী? এই বর্ণণা তো কুরআনের (لا يخفف عنهم العذاب) এই আয়াতের বিপরীত হয়!