আসর-মাগরিব কাজা হওয়ার পর এশার ওয়াকত চলে এসেছে।এখন আগে কোনটা আদায় করবো? এশা নাকি আছর মাগরিব?
১/যদি কেউ ফজরের নামাজ পড়তে না পারে, তবে ওই ফজরের নামাজ ওইদিন যোহরের আগে পড়তে না পারলে আছরের আযানের পর আছরের নামাজের আগে পড়া যাবে কি না..? ২/আর ওই দিন জোহরের আগে পড়লে কয় রাকাত কাজা পড়তে হবে, আর আছরের আজানের পর পড়লে কয় রাকাত পড়তে হবে..?
উমরি কাজা নামাজের বিধান কি?