গায়েবানা জানাজার হুকুম কি ?
আমার প্রশ্ন হলো, জানাযার নামাযে সানা পড়ার দলিল গুলো জানতে চাই।
ফরজ নামাজ দুই পাশে কাতার সমান হওয়া জরুরি?
মোল্লা আলী কারী হানাফি তিনি ১০১৪ হিজরীর শাওয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে ইন্তেকাল ফরমান। এবং জান্নাতুল মুয়াল্লা নামক স্থানে তাকেঁ দাফন করা হয়। তাঁর মৃত্যু সংবাদ যখন মিসরের উলামায়ে কেরামদের কাছে পৌছে, তখন তাঁরা আল আযহার বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে জড়ো হয়ে তাঁর গায়েবানা জানাযা আদায় করেন। তাঁর গায়েবানা জানাযায় প্রায় চার হাজারের ও অধিক লোক অংশগ্রহন করেন। বিশেষ দ্রষ্টব্য: ইসলামী শরীয়তে গায়েবানা জানাযা নামাজ পড়ার হুকুম কি?