যদি আমি ফজরের জামাতের আগে সুন্নত পড়ার সময় না পাই এবং জামাতের পরে যদি ফজরের ওয়াক্ত/সময় থাকে, তাহলে কী আমি সূর্যেোদয়ের আগে সুন্নত আদায় করতে পারবো? নাকি অন্য সময় সুন্নত পড়বো? দয়াকরে জানাবেন।
শুধু আত্তাহিয়াতু পরে সালাম ফিরালে কি সুন্নাত নামাজ হয়ে যাবে? নাকি দরুদ শরীফ ও দোয়ায়ে মাসূরা সহ পরতে হবে?
ইমাম তাকবির বলার পূর্বে সিজদায় চলে গেলে নামাজ হবে কিনা?
নামাজে তাশাহুদে আশহাদু আল -লা ইলাহা ইল্লাল্লাহু পড়ে শাহাদাত আঙুল ইশারা করার পর কি আঙুল নামিয়ে ফেলবে নাকি ইশারা করেই শেষ পর্যন্ত রেখে দিবে..? সব আঙুল গুটিয়ে রাখতে হবে নাকি শেষ পর্যন্ত..? ""এ'লামুস সুনান "" কিতাবে এর বিস্তারিত আলোচনা কি দেওয়া আছে..?