আমি হানাফি । জামায়াতে নামাজে মুক্তাদী সুরা ফাতেহা পাঠ করলে কী তার নামাজের কোনো ক্ষতি হবে?
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। কোনো নামাজের প্রথম রাকাতে সুরা কুরাইশ পড়ার পর দ্বিতীয় রাকাতে সুর ফীল পড়া শুরু করি। ২/৩ আয়াত পড়ার পর খেয়াল হয়ে যে সুরার তারতীব ঠিক নেই। ওই অবস্থায় কি করা উচিত? এবং ওই নামাজে সাহু সিজদা দিতে হবে কি?
একাকী নামাজে সূরা জোড়ে পড়া যাবে কি ?
নামাজে সুরা মাউন তেলাওয়াতের সময় ফাওয়াইলুল লিল মুছাল্লিন বলে থামলে নামাজ হবে কি?
১. একাকী নামাজের ক্ষেত্রে সুরা উচ্চারণের সময় ঠোঁট নাড়ানোর বিধান কি.? ২. মোবাইলে সেজদার আয়াত শুনলে আদায় করা কি ওয়াজিব? অথবা আমি কুরআন তেলাওয়াতের সময় সেজদার আয়াত তেলাওয়াত করলে অন্য কেউ শুনলে তা আদায় না করলে আমার গুনাহ হবে কিনা?