কোন কারন বসত দাড়ির আগা ফেটে গেলে,গিট কিংবা জট পরে গেলে দাড়ির সুন্দার্য রক্ষার্থে ঐ আগা ফাটা,গিট কিংবা জট ওয়ালা ত্রুটি যুক্ত দাড়ীর অংশটুকু কাটা বা ছেড়া যাবে কি না?
এলাকা থেকে ইফতারি নাম করে টাকা উঠাইছে,কিন্তু সব টাকা ইফতারি মধ্যে না দিয়ে ৩ভাগ মসজিদ উন্নয়ন জন্য ব্যয় করছে ১ভাগ ইফতারি জন্য ব্যয় করছে। এখন এটা কি জায়েজ/ঠিক হইছে?
ফজরের নামাজের পর সম্মিলিত ভাবে সুরা হাশরের শেষ ৩ আয়াত পড়া কি জায়েয?
মামা প্রবাসে যাওয়ার সময় আমার মা গরু বিক্রি করে টাকা দেন। মামা মাকে বলেন এর পরিবর্তে আপনাকে একটা সোনার গহনা দিব। পরবর্তীতে মামা সেটা মাকে দিয়ে দেন। এখন আমার প্রশ্ন হলো এটা কি সুদ হবে নাকি বিনিময় হবে? উল্লেখ্য তখন সোনার ভরি কত ছিল সেটা মা জানতেন না।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর আকিদাগুলো কী কী?
কাবলাল জুম'আ যদি না পাই তাহলে জামাতের পরে কী বাদাল জুম'আ পড়ব না কাবলাল জুমা পড়ে বাদাল জুম'আ পড়ব।
আমাতুর রহমান এর অর্থ কি? আরওয়াহ এর অর্থ কি?
ইসলামে ভাই কত ধরনের? কাফের মুশরিকরা কি আমাদের মানবতার ভাই? তাদের কি মানবতার ভাই বলা যাবে?
সূরা ফাতিহার মধ্যে مٰلك এর মধ্যে টান দিতে হয় কিন্তু সূরা নাছ এর মধ্যে টান নেই, দুইটা শব্দের অর্থই মালিক এর কারণ কি তাহকীকসহ জানতে চাই।
Happy Birthday বলে বা লিখে কাউকে উইস করা যাবে কি? কেউ উইস করলে তাকে জাযাকাল্লাহ বা ধন্যবাদ বলা যাবে কি?