এক ভাই ওনার মাকে ওমরাহ করতে পাঠানোর নিয়তে কিছু টাকা রেখেছেন। কিন্তু মা বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন। এখন টাকা গুলো কি করবেন ?
ফরজ নামাজে চার রাকাতেই যদি সূরা মিলিয়ে ফেলা হয় তাহলে কি নামাজ হবে?
কোরআন হাদিসের আলোকে শেয়ার ব্যবসার জন্য কি কি চুক্তি করতে হবে?
তাবেয়ীদের ব্যাক্তিগত আমল কি বিদআত?যদি সেটা নবী সা. বা সাহাবারা না করে?
হযরত drop shopping করা কী জায়েজ?
সাদাকাতুল ফিতর এবং যাকাতের হিসাব কি এক? ভিন্ন হলে তা কত?
বিদআত সম্পর্কে জানার জন্য আরবী বাংলা কি কিতাব আছে? বিদআতের আকসাম এবং সব বিদআতই ভ্রষ্টতা এ বিষয়ে?
POD বিজনেসের এসব ডিজাইন করা কী জায়েজ? এসব ডিজাইন অমুসলিমদের জন্য।
কসম ভঙ্গ করলে জেই ৩ টি রোজা রাখ তে হয়। এই রোজা গুলো কি টানা ৩ দিন রাখতে হবে নাকি জখন ইচ্ছা তখন একটি একটি আলাদা রাখা জাবে
১/যদি কেউ ফজরের নামাজ পড়তে না পারে, তবে ওই ফজরের নামাজ ওইদিন যোহরের আগে পড়তে না পারলে আছরের আযানের পর আছরের নামাজের আগে পড়া যাবে কি না..? ২/আর ওই দিন জোহরের আগে পড়লে কয় রাকাত কাজা পড়তে হবে, আর আছরের আজানের পর পড়লে কয় রাকাত পড়তে হবে..?