আমার এক ভাই বিদেশে থাকে, সে বিদেশ থেকে তার ও স্ত্রী উভয়ের লোকদের উপস্থিতিতে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করে। আমার জানার বিষয় হলো, এভাবে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করাতে বিবাহ সহিহ হবে কী.?
রমজান কে তিন ভাগে ভাগ করা কত টুকু ঠিক?
চৈত্র ও বৈশাখ মাসে বিয়ে না করানো নিয়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কথা ছড়িয়ে ছিটিয়ে আছে। এ বিষয়ে বিজ্ঞ ওলামায়ে কেরামদের মতামত জানার আগ্রহ পোষণ করছি।
মাজারে সেজদা দেয়া কি হারাম?নাকি শিরিক? শহিদ মিনারে ফুল দেয়া কি পূজার শামিল হবে?নাকি নিষিদ্ধ কাজের কাতারে পড়বে? উসুলসহ জানতে চাই।
জুমু আর দিন সুরা কাহাফ পড়ার সময় কখন থেকে শুরু হয় এবং পড়ার শেষ সময় কখন?
ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা কি জায়েজ?
ফরজ গোসল এর সময় কয় বার কুলি কোরতে হবে এবং নাকে পানি কয় বার দিতে হবে এবং দেওয়ার নিয়ম কি এবং কতোটুক পরিমান নাকে পানি পৌঁছাতে হবে?
সমিতির টাকার কি যাকাত দেয়া লাগে?
ওয়াক্ত থাকা অবস্থায় নামাজ শুরু করে যদি নামাজ শেষে দেখে তার সালম ফিরানোর ২,১ মিনিট আগেই ওয়াক্ত শেষ হয়ে গিয়েছিলো তখন কি তার ওই নামাজ শুদ্ধ হবে নাকি কাজা করতে হবে?
কি রকম ঘুম আসলে অজু ভঙ্গ হয়ে যাবে? যদি বসার মধ্যে কয়েক সেকেন্ডের জন্য ঘুম এসে আবার চলে যায় তখন কি অজু ভঙ্গ হবে? বিস্তারিত জানতে চাই।