কুরআন তিলাওয়াত অবস্থায় আজান দিলে তখন কি কুরআন তিলাওয়াত বন্ধ করে আজান শুনতে হবে এবং আজানের জবাব দিতে হবে? তখন কুরআন তিলাওয়াত চালিয়ে গেলে কি কোনো সমস্যা বা গুনাহ হবে?
জুমু আর দিন সুরা কাহাফ পড়ার সময় কখন থেকে শুরু হয় এবং পড়ার শেষ সময় কখন?
দৈনন্দিন আমল সূরা ওয়াকিয়া ,মূলক, ইয়াছিন ইত্যাদি সূরা নামাযে কেরাত হিসেবে পড়ে ফেললে, পরবর্তীতে আলাদা পড়তে হবে কিনা? তেলাওয়াতের সাওয়াব হবে কিনা?
আমি একজন আরবি শিক্ষক। সে হিসাবে ছাত্র দের পড়ানোর সময় সিজদার আয়াত গুলা বার বার পড়াতে হয়। তাহলে আমার এই সিজদা গুলা আদায় করতে হবে? আর বার বার পড়ালে কয়বার আদায় করতে হবে?