আমার ফরজ গোসলের পর আমি আমার বিছানার চাদর এবং পাতলা খাঁতা ধৌত করিনি ,এবং সেখানে লেগে আছে কিনা তাও সাথে সাথে দেখতে পারিনি,একটু পরে আনুমানিক ৩/৪ ঘন্টা পর চেক করে সেখানে কোনো চিহ্ন পাইনি। এখন প্রশ্ন হলো ,আমি কি এগুলো না ধুয়েই ব্যবহার করতে পারবো? উল্লেখ্য, আমার শরীরে মাঝে মাঝে ঘাম দেয় এবং গেঞ্জি সহ বিছানার চাদরও সামান্য ভিজে যায়।ঐ গেঞ্জি পরে আমার নামাজ হবে কিনা?
স্বপ্ন দোষ হওয়ার পর যে চাদরে বীর্য পড়ে শুকিয়ে যায়, তাতে ঘুমানো যাবে কি? নাকি কাপড় নাপাক হয়ে যাবে?