নামাজের কাতারে পায়ে পা লাগিয়ে দাঁড়ানো কি সুন্নত?
ইমাম তাকবির বলার পূর্বে সিজদায় চলে গেলে নামাজ হবে কিনা?
মোল্লা আলী কারী হানাফি তিনি ১০১৪ হিজরীর শাওয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে ইন্তেকাল ফরমান। এবং জান্নাতুল মুয়াল্লা নামক স্থানে তাকেঁ দাফন করা হয়। তাঁর মৃত্যু সংবাদ যখন মিসরের উলামায়ে কেরামদের কাছে পৌছে, তখন তাঁরা আল আযহার বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে জড়ো হয়ে তাঁর গায়েবানা জানাযা আদায় করেন। তাঁর গায়েবানা জানাযায় প্রায় চার হাজারের ও অধিক লোক অংশগ্রহন করেন। বিশেষ দ্রষ্টব্য: ইসলামী শরীয়তে গায়েবানা জানাযা নামাজ পড়ার হুকুম কি?
একজনে বিদেশে যাওয়ার আগে মানত করেছে আমি বিদেশ থেকে এসে হজ্জ করবো কিন্তু সে বিদেশে থাকা অবস্থায় বিয়ে করতে চাচ্ছে এখন হজ্জ করার আগে বিয়ে করতে পারবে কিনা?
সর্বনিম্ন মোহর এখনকার সময়ে বাংলাদেশের কতটাকা?
আমার এক ভাই বিদেশে থাকে, সে বিদেশ থেকে তার ও স্ত্রী উভয়ের লোকদের উপস্থিতিতে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করে। আমার জানার বিষয় হলো, এভাবে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করাতে বিবাহ সহিহ হবে কী.?
রমজান কে তিন ভাগে ভাগ করা কত টুকু ঠিক?
চৈত্র ও বৈশাখ মাসে বিয়ে না করানো নিয়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কথা ছড়িয়ে ছিটিয়ে আছে। এ বিষয়ে বিজ্ঞ ওলামায়ে কেরামদের মতামত জানার আগ্রহ পোষণ করছি।
মাজারে সেজদা দেয়া কি হারাম?নাকি শিরিক? শহিদ মিনারে ফুল দেয়া কি পূজার শামিল হবে?নাকি নিষিদ্ধ কাজের কাতারে পড়বে? উসুলসহ জানতে চাই।
জুমু আর দিন সুরা কাহাফ পড়ার সময় কখন থেকে শুরু হয় এবং পড়ার শেষ সময় কখন?