খাবার বসার সুন্নত পদ্বতি কি?
ফরয গোসলের পূর্বে যদি আমি সম্পুর্ন অযু করে তারপর গোসল করি তাহলে কি কোন সমস্যা হবে?
অপবিত্র অবস্থায় দুরুদ শরীফ পাঠ করা জায়েয আছে কী? দলীলসহ জানতে চাই।
আমার বাড়ি বরিশালে। আমি ঢাকায় আসার জন্য বরিশালের লঞ্চে উঠেছি, কিন্তু লঞ্চ এখনও ঘাট থেকে ছাড়েনি। এই অবস্থায় আমি কি লঞ্চে বসে সলাতুল এশা কসর করতে পারবো?
পুরুষের স্বর্ণ-রৌপ্য ব্যবহারের শরয়ী বিধান কী? পুরুষ কতটুকু পরিমাণ স্বর্ণ-রৌপ্য ব্যবহার করতে পারবে?
অনিচ্ছাকৃত কুফুরের কারণে কি কাফের হয়ে যাবে কেউ?
মাসবুক যদি ভুলে ইমামের সাথে দুই দিকেই সালাম ফিরিয়ে ফেলে তাতে কি নামাজ নতুন ভাবে শুরু করবে নাকি ছুটে যাওয়া নামাজ পড়বে?
চুল রাখার সুন্নত তরিকা কয়টি? বা কয় পদ্ধতিতে চুল রাখা সুন্নত?
মোহরানা কি আদায় করতেই হবে?
মুসাফাহা কি এক হাত দিয়ে করলে সুন্নত আদায় হবে?