ফজরের নামাজের পর সম্মিলিত ভাবে সুরা হাশরের শেষ ৩ আয়াত পড়া কি জায়েয?
মামা প্রবাসে যাওয়ার সময় আমার মা গরু বিক্রি করে টাকা দেন। মামা মাকে বলেন এর পরিবর্তে আপনাকে একটা সোনার গহনা দিব। পরবর্তীতে মামা সেটা মাকে দিয়ে দেন। এখন আমার প্রশ্ন হলো এটা কি সুদ হবে নাকি বিনিময় হবে? উল্লেখ্য তখন সোনার ভরি কত ছিল সেটা মা জানতেন না।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর আকিদাগুলো কী কী?
কাবলাল জুম'আ যদি না পাই তাহলে জামাতের পরে কী বাদাল জুম'আ পড়ব না কাবলাল জুমা পড়ে বাদাল জুম'আ পড়ব।
আমাতুর রহমান এর অর্থ কি? আরওয়াহ এর অর্থ কি?
ইসলামে ভাই কত ধরনের? কাফের মুশরিকরা কি আমাদের মানবতার ভাই? তাদের কি মানবতার ভাই বলা যাবে?
সূরা ফাতিহার মধ্যে مٰلك এর মধ্যে টান দিতে হয় কিন্তু সূরা নাছ এর মধ্যে টান নেই, দুইটা শব্দের অর্থই মালিক এর কারণ কি তাহকীকসহ জানতে চাই।
Happy Birthday বলে বা লিখে কাউকে উইস করা যাবে কি? কেউ উইস করলে তাকে জাযাকাল্লাহ বা ধন্যবাদ বলা যাবে কি?
আমি জেনারেলে পড়া।আমি ইসলাম শিক্ষা বইয়ে পড়েছি আখিরাত, আল্লাহ, আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাগণের প্রতি, আসমানি কিতাব, তাঁর সাক্ষাতে, তাঁর রাসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং শেষ দিবসে পুনরুত্থান ও তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ইমান। আমাদের দেশে মুসলিম সবাই এটা বিশ্বাস করে।কিন্তু নামাজ পর্দা ইত্যাদি করে না। আমি একজনকে বলেছিলাম শেষ জামানায় ইমান ধরে রাখা কষ্টের হবে।ঘর হতে বের হয়ে ঘরে ইমান নিয়ে ফিরে আসা কষ্টের হবে। যেটা বর্তমানে হচ্ছে। আমরা শেষ জামানায় আছি। জবাবে সে উপরের কথাগুলো বলেছে। এগুলো বিশ্বাসের নাম ইমান। তাহলে আমি এগুলো বিশ্বাস করছি তার মানে আমার ইমান আছে। আমার প্রশ্ন হল আমি যেটা বলেছি এটা কি ভুল? সঠিক ভাবে ব্যাখ্যা করবেন যেন এটা আমি ওই মানুষের সামনে পেশ করতে পারি।
গোল্ড কিনেন অ্যাপটি ব্যবহার করার হুকুম কি?