আলা হযরতের আকিদা কি বিশুদ্ধ ছিলো?
হিন্দুদের নিকট জমি বিক্রি করা জায়েজ কি না?
ইদগাহের মাঠে (মসজিদমুখী হয়) অনুপ্ররনার্থে সাময়িক সময় ফুটবল খেলা জায়েজ কিনা।
আমার ব্যাখ্যাটা কি সঠিক দয়া করে জানাবেন।। বালাগাতে একটি বিষয় আছে এরকম যে جملة خبرية ও جملة انشائية একসাথে হয় তাহলে তাদের মধ্যে কোন حرف عطف দরকার নেই । আর আমাদের সমাজে একশ্রেণীর ভাই আছেন যারা বলে থাকেন যে কালিমায়ে তো এবার মধ্যে ভুল আছে সেখানে حرف عطف হবে। আমরা সেখানে দেখতে পাচ্ছি جملة خبرية ও جملة انشائية আছে।
আকিকা বিষয়ে একটি মাসআলা জানতে চাচ্ছিলাম |এক কন্যা সন্তানের আকিকা করবে, তার বয়স ১৬ /১৭ দিন হবে এখন কি আকিকা করা যাবে নাকি ২১ তম দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে ? জানালে খুবই উপকৃত হতাম |
উলুমুল কুরআনের কোন কিতাবটি সবচেয়ে ভালো? মতন+ শরাহ
Drop Shipping করা কী হালাল?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত, আমি Local dropshipping সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আমার ওয়েবসাইটে (বাংলাদেশী) হোল-সেলার এর পণ্য show করাব এবং ফেসবুক মার্কেটিং করে অর্ডার নিয়ে আসবো এবং সেই অর্ডার হোলসেলার এর কাছে ট্রান্সফার করবো। 1. হোলসেলার তার পণ্যের গুণগত মান যা রেখেছে আমি আমার ওয়েবসাইটে তাই show করাবো। 2. এখানে হোলসেলার পণ্যটি কাস্টমার হাতে পেয়ে পেমেন্ট নেওয়ার সিস্টেম রেখেছে। 3. এবং আমার নামেই হোলসেলার পণ্যটি কাস্টমারের কাছে পাঠিয়ে দিবে। 4. আমাকে প্রতি পন্নের মূল্য হিসেবে আলাদা আলাদা লাভ দিবে। এখানে তো সাধারণত পণ্য বিক্রি করে দিয়ে পারসেন্টিজ হিসেবে টাকা নেওয়া হয়। উপরিক্ত শর্তাবলী মেনে যদি আমি Local Dropshipping করি তাহলে হালাল হবে কিনা? অথবা কোন কোন শর্তাবলির মাধ্যমে উপরিক্ত সিস্টেমটা বৈধ হবে? যদি দয়া করে একটু বিস্তারিত বলতেন তাহলে অনেক উপকৃত হতাম। এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো।
পীরের হাতে মুরিদ না হলে শরীয়ত সম্মত কোনো সমস্যা আছে কি ?
প্রশ্নঃ আমরা যারা ছারছীনা পন্থি নফী ইসবাত জিকির করি, তারা জিকির এর জন্য নিয়ত করার সময় পীর সাহেব হুজুর ( মাঃজিঃআঃ) এর অসিলা দেই। এর কারণ কি ? আমরা তো আল্লাহর জিকির করি আল্লাহ তো আমার সম্পর্কে জানেন এবং সব শুনেন, তাহলে অসিলা দিতে হবে কেন ?