আমার জানামতে, বন্ধকি রাখা সম্পদ থেকে উপকৃত হওয়া নাজায়েজ। স্বল্পমূল্যে ফ্ল্যাট ভাড়া নিয়ে অগ্রীম কয়েক লাখ টাকা ( ভাড়া) মালিককে দেয়া হলো অতঃপর বেশি মূল্যে উক্ত ফ্ল্যাট ভাড়া দিয়ে মুনাফা নেয়া জায়েজ হবে কি?
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ الْمَدِينِيُّ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَفِظْنَاهُ مِنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلاَةِ فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ এই হাদিসের আলোকে, পুরুষ লোক একা সালাত আদায় করতে পারবে কী?
পবিত্র কুরআনুল কারীম এর পরে কোন কিতাব কে সহীহ কিতাব বলা হয়? যদি জানা থাকে দয়া করে জানাবেন প্লিজ।
স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে চাকরি করার বিধান কি?
আমার ফরজ গোসলের পর আমি আমার বিছানার চাদর এবং পাতলা খাঁতা ধৌত করিনি ,এবং সেখানে লেগে আছে কিনা তাও সাথে সাথে দেখতে পারিনি,একটু পরে আনুমানিক ৩/৪ ঘন্টা পর চেক করে সেখানে কোনো চিহ্ন পাইনি। এখন প্রশ্ন হলো ,আমি কি এগুলো না ধুয়েই ব্যবহার করতে পারবো? উল্লেখ্য, আমার শরীরে মাঝে মাঝে ঘাম দেয় এবং গেঞ্জি সহ বিছানার চাদরও সামান্য ভিজে যায়।ঐ গেঞ্জি পরে আমার নামাজ হবে কিনা?
ধরুন, আমার সকালে বীর্যপাত হয়েছে। আমি দুপুরে গোসল করেছি কিন্তু গোসলের ফরজ আদায় করতে মনে ছিল না। পরে আমি যোহরের নামাজ পড়ি। তারপর যখন আমি আসরের নামাজ পড়তে যাব তখন আমার মনে পড়লো যে আমি গোসলের ফরজ আদায় করি নি। এখন আমার প্রশ্ন হলো : ১.আমার যোহরের নামাজ পুনরায় আদায় করতে হবে কিনা? ২. আমার কাপড়েও নাপাকি লেগেছে এজন্য কাপড় ধোয়ার আলাদা নিয়ম আছে কিনা?
বাংলা ভাষায় অনূদিত ফতোয়ার কোন কিতাবটি নির্ভরযোগ্য?
হুজুর! আমাদের এলাকায় একজন লোক খুব বিপদে পরে সুদ নিয়েছে। এর বিধান কী?? বিঃদ্রঃ কারো কাছে টাকা ধার পায়নি লোকটি।
আমার এক ফ্রেন্ড প্রস্রাবের পর পানি ব্যবহার করে না। এক বার জিজ্ঞাস করেছিলাম সে বলে শুধু হাতে পানি ভিজিয়ে মুছে দেয়। এই ক্ষেত্রে সে আমাকে ধরলে আমি কি নাপাক হয়ে যাবো?। আমার পাঞ্জাবি যদি কোথাও ভিজা থাকে ওই ভিজা জায়গায় সে ধরলে কি নাপাক হবে?। যদিও তার হাতে নাপাক আছে কিনা তা সন্দেহ আর স্পষ্ট ও নয়।
সাধারণ মুসলিমদের জন্মদিন পালন করার হুকুম কি ? সেখানে বিজাতীয় কোন মিশ্রন যদি না থাকে। বরং আমালে ছালেহ দ্বারা পালন করে।