পীরের হাতে মুরিদ না হলে শরীয়ত সম্মত কোনো সমস্যা আছে কি ?
প্রশ্নঃ আমরা যারা ছারছীনা পন্থি নফী ইসবাত জিকির করি, তারা জিকির এর জন্য নিয়ত করার সময় পীর সাহেব হুজুর ( মাঃজিঃআঃ) এর অসিলা দেই। এর কারণ কি ? আমরা তো আল্লাহর জিকির করি আল্লাহ তো আমার সম্পর্কে জানেন এবং সব শুনেন, তাহলে অসিলা দিতে হবে কেন ?
Facebook থেকে ইনকাম কি হারাম? ডাঃজাকির নায়েক , আহমাদুল্লাহ্ সহ আরও অনেক আলেমকে দেখলাম ফতোয়া দিয়েছেন এটা হারাম তাই এখনও আমি প্রফেশনালি কোন বিডিও আপলোড করি নাই, তার পরেও আমার আইডিতে আর্নিং শুরু হয়ে গেছে,এখন কি করা উচিৎ? যদিও কিছুদিন আগ থেকেই আমি চাইছিলাম নিয়মিত ব্লগ বিডিও বানাবো কেননা এখানে অনেকেই নিজের ইচ্ছমত কাজ করে এক্সট্রা ইনকামের সুযোগ তৈরি করতেছেন।
কোন প্লাটফর্মের পাইরেটেড কোর্স করা শরীয়তের দৃষ্টিতে কেমন?
ফাজায়েলে আমল কিতাব পড়া যাবে?
Facebook e follower বাড়ানো জন্য আইডি বানিয়ে বিক্রি করা কী জায়েজ?
ব্যাংকে একাউন্ট করলে, ওদের যে একটা শর্ত আছে, সর্বনিম্ন ৫০০ টাকা রাখা লাগবে, এটা কি ওনারা যে প্রফিট দে, ওখান থেকে রাখা যাবে?
নামাজের কাতার সোজা করবে কিভাবে? পিছনের দিকে সবার পায়ের মুরালি সমান থাকবে নাকি সামনের দিকে বৃদ্ধাঙ্গুলি সমান থাকবে?
মুহতারাম, (দেনমহর)মোহরে ফাতেমী বর্তমানে কত টাকা?
মনে করুন,একজন ব্যক্তি এমন এক মেয়েকে প্রাইভেট পড়ায় যার বাবা মদের ব্যবসা করে। এখন সেই ব্যক্তির উপার্জিত টাকা কি হালাল হবে?