অনুবাদ
তেলাওয়াত

১ . আল ফাতিহা - (الفاتحة) | সূচনা

makkah, মোট আয়াতঃ ৭

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

অর্থ: পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ

অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব।

ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

অর্থ: দয়াময়, পরম দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু।

مَـٰلِكِ يَوْمِ ٱلدِّينِ

অর্থ: বিচার দিবসের মালিক।

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

অর্থ: আপনারই আমরা ইবাদাত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই।

ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ

অর্থ: আমাদেরকে সরল পথ দেখান। পথের হিদায়াত দিন।

صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ

অর্থ: তাদের পথ, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। যাদেরকে নিয়ামত দিয়েছেন।যাদের উপর (আপনার) ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়।

১ . আল ফাতিহা - (الفاتحة) | সূচনা

makkah, মোট আয়াতঃ ৭

١ بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ ٢ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ ٣ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ ٤ مَـٰلِكِ يَوْمِ ٱلدِّينِ ٥ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ٦ ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ ٧ صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ