অনুবাদ
তেলাওয়াত

১০৪ . আল হুমাযাহ - (الـهمزة) | পরনিন্দাকারী

makkah, মোট আয়াতঃ ৯

وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ

অর্থ: দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পেছনে গীবতকারী।

ٱلَّذِى جَمَعَ مَالًا وَعَدَّدَهُۥ

অর্থ: যে সম্পদ জমা করে এবং বার বার গণনা করে।

يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥ

অর্থ: সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবি করবে।

كَلَّا ۖ لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِ

অর্থ: কখনো নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামা’য়।

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُ

অর্থ: আর কিসে তোমাকে জানাবে হুতামা কি?

نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ

অর্থ: আল্লাহর প্রজ্জ্বলিত আগুন।

ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفْـِٔدَةِ

অর্থ: যা হৃৎপিন্ড পর্যন্ত পৌঁছে যাবে।

إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ

অর্থ: নিশ্চয় তা তাদেরকে আবদ্ধ করে রাখবে।

فِى عَمَدٍ مُّمَدَّدَةٍۭ

অর্থ: প্রলম্বিত স্তম্ভসমূহে।

১০৪ . আল হুমাযাহ - (الـهمزة) | পরনিন্দাকারী

makkah, মোট আয়াতঃ ৯

١ وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ ٢ ٱلَّذِى جَمَعَ مَالًا وَعَدَّدَهُۥ ٣ يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥ ٤ كَلَّا ۖ لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِ ٥ وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُ ٦ نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ ٧ ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفْـِٔدَةِ ٨ إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ ٩ فِى عَمَدٍ مُّمَدَّدَةٍۭ