অনুবাদ
তেলাওয়াত

৮৫ . আল বুরুজ - (البروج) | নক্ষত্রপুন্জ

makkah, মোট আয়াতঃ ২২

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْبُرُوجِ

অর্থ: কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম,

وَٱلْيَوْمِ ٱلْمَوْعُودِ

অর্থ: আর ওয়াদাকৃত দিনের কসম,

وَشَاهِدٍ وَمَشْهُودٍ

অর্থ: আর কসম সাক্ষ্যদাতার এবং যার ব্যাপারে সাক্ষ্য দেয়া হবে তার,

قُتِلَ أَصْحَـٰبُ ٱلْأُخْدُودِ

অর্থ: ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা,

ٱلنَّارِ ذَاتِ ٱلْوَقُودِ

অর্থ: (যাতে ছিল) ইন্ধনপূর্ণ আগুন।

إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ

অর্থ: যখন তারা তার কিনারায় উপবিষ্ট ছিল।

وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِٱلْمُؤْمِنِينَ شُهُودٌ

অর্থ: আর তারা মুমিনদের সাথে যা করছিল তার প্রত্যক্ষদর্শী।

وَمَا نَقَمُوا۟ مِنْهُمْ إِلَّآ أَن يُؤْمِنُوا۟ بِٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ

অর্থ: আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এ কারণে যে, তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল।

ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدٌ

অর্থ: আসমানসমূহ ও যমীনের রাজত্ব যার। আর আল্লাহ প্রতিটি বিষয়ের প্রত্যক্ষদর্শী।

১০

إِنَّ ٱلَّذِينَ فَتَنُوا۟ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ ثُمَّ لَمْ يَتُوبُوا۟ فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ ٱلْحَرِيقِ

অর্থ: নিশ্চয় যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে আযাব দেয়, তারপর তাওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। আর তাদের জন্য রয়েছে আগুনে দগ্ধ হওয়ার আযাব।

১১

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُمْ جَنَّـٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْكَبِيرُ

অর্থ: নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত। যার তলদেশে প্রবাহিত হবে নহরসমূহ। এটাই বিরাট সফলতা।

১২

إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ

অর্থ: নিশ্চয় তোমার রবের পাকড়াও বড়ই কঠিন।

১৩

إِنَّهُۥ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ

অর্থ: নিশ্চয় তিনি সৃষ্টির সূচনা করেন এবং তিনিই পুনরায় সৃষ্টি করবেন।

১৪

وَهُوَ ٱلْغَفُورُ ٱلْوَدُودُ

অর্থ: আর তিনি অত্যন্ত ক্ষমাশীল, প্রেমময়।

১৫

ذُو ٱلْعَرْشِ ٱلْمَجِيدُ

অর্থ: আরশের অধিপতি, মহান।

১৬

فَعَّالٌ لِّمَا يُرِيدُ

অর্থ: তিনি তা-ই করেন যা চান ।

১৭

هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْجُنُودِ

অর্থ: তোমার কাছে কি সৈন্যবাহিনীর খবর পৌঁছেছে?

১৮

فِرْعَوْنَ وَثَمُودَ

অর্থ: ফির‘আউন ও সামূদের।

১৯

بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى تَكْذِيبٍ

অর্থ: বরং কাফিররা মিথ্যারোপে লিপ্ত।

২০

وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطٌۢ

অর্থ: আর আল্লাহ তাদের অলক্ষ্যে তাদের পরিবেষ্টনকারী।

২১

بَلْ هُوَ قُرْءَانٌ مَّجِيدٌ

অর্থ: বরং তা সম্মানিত কুরআন।

২২

فِى لَوْحٍ مَّحْفُوظٍۭ

অর্থ: সুরক্ষিত ফলকে (লিপিবদ্ধ)।

৮৫ . আল বুরুজ - (البروج) | নক্ষত্রপুন্জ

makkah, মোট আয়াতঃ ২২

١ وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْبُرُوجِ ٢ وَٱلْيَوْمِ ٱلْمَوْعُودِ ٣ وَشَاهِدٍ وَمَشْهُودٍ ٤ قُتِلَ أَصْحَـٰبُ ٱلْأُخْدُودِ ٥ ٱلنَّارِ ذَاتِ ٱلْوَقُودِ ٦ إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ ٧ وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِٱلْمُؤْمِنِينَ شُهُودٌ ٨ وَمَا نَقَمُوا۟ مِنْهُمْ إِلَّآ أَن يُؤْمِنُوا۟ بِٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ ٩ ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدٌ ١٠ إِنَّ ٱلَّذِينَ فَتَنُوا۟ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ ثُمَّ لَمْ يَتُوبُوا۟ فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ ٱلْحَرِيقِ ١١ إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُمْ جَنَّـٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْكَبِيرُ ١٢ إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ ١٣ إِنَّهُۥ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ ١٤ وَهُوَ ٱلْغَفُورُ ٱلْوَدُودُ ١٥ ذُو ٱلْعَرْشِ ٱلْمَجِيدُ ١٦ فَعَّالٌ لِّمَا يُرِيدُ ١٧ هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْجُنُودِ ١٨ فِرْعَوْنَ وَثَمُودَ ١٩ بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى تَكْذِيبٍ ٢٠ وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطٌۢ ٢١ بَلْ هُوَ قُرْءَانٌ مَّجِيدٌ ٢٢ فِى لَوْحٍ مَّحْفُوظٍۭ