অনুবাদ
তেলাওয়াত

৮১ . আত তাক্‌ভীর - (التكوير) | অন্ধকারাচ্ছন্ন

makkah, মোট আয়াতঃ ২৯

إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ

অর্থ: যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে।

وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ

অর্থ: আর নক্ষত্ররাজি যখন পতিত হবে।

وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ

অর্থ: আর পর্বতগুলোকে যখন সঞ্চালিত করা হবে।

وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ

অর্থ: আর যখন দশমাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে।

وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ

অর্থ: আর যখন বন্য পশুগুলোকে একত্র করা হবে।

وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ

অর্থ: আর যখন সমুদ্রগুলোকে অগ্নিউত্তাল করা হবে।

وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ

অর্থ: আর যখন আত্মাগুলোকে (সমগোত্রীয়দের সাথে) মিলিয়ে দেয়া হবে।

وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ

অর্থ: আর যখন জীবন্ত কবরস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে।

بِأَىِّ ذَنۢبٍ قُتِلَتْ

অর্থ: কী অপরাধে তাকে হত্যা করা হয়েছে?

১০

وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ

অর্থ: আর যখন আমলনামাগুলো প্রকাশ করে দেয়া হবে।

১১

وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ

অর্থ: আর যখন আসমানকে আবরণ মুক্ত করা হবে।

১২

وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ

অর্থ: আর জাহান্নামকে যখন প্রজ্জ্বলিত করা হবে।

১৩

وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ

অর্থ: আর জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে।

১৪

عَلِمَتْ نَفْسٌ مَّآ أَحْضَرَتْ

অর্থ: তখন প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে সে কী উপস্থিত করেছে!

১৫

فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ

অর্থ: আমি কসম করছি পশ্চাদপসারী নক্ষত্রের।

১৬

ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ

অর্থ: যা চলমান, অদৃশ্য।

১৭

وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ

অর্থ: আর কসম রাতের, যখন তা বিদায় নেয়।

১৮

وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ

অর্থ: আর কসম প্রভাতের, যখন তা আগমন করে।

১৯

إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ

অর্থ: নিশ্চয় এ কুরআন সম্মানিত রাসূলের* আনিত বাণী। *জিবরীল (আলাইহিস সালাম)।

২০

ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍ

অর্থ: যে শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন।

২১

مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ

অর্থ: মান্যবর, সেখানে সে বিশ্বস্ত।

২২

وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ

অর্থ: আর তোমাদের সাথী* পাগল নয়। *মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।

২৩

وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ

অর্থ: আর সে* তাকে** সুস্পষ্ট দিগন্তে দেখেছে। *মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।

২৪

وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍ

অর্থ: আর সে তো গায়েব সম্পর্কে কৃপণ নয়।

২৫

وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَـٰنٍ رَّجِيمٍ

অর্থ: আর তা কোন অভিশপ্ত শয়তানের উক্তি নয়।

২৬

فَأَيْنَ تَذْهَبُونَ

অর্থ: সুতরাং তোমরা কোথায় যাচ্ছ?

২৭

إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَـٰلَمِينَ

অর্থ: এটাতো সৃষ্টিকুলের জন্য উপদেশমাত্র।

২৮

لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ

অর্থ: যে তোমাদের মধ্যে সরল পথে চলতে চায়, তার জন্য।

২৯

وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَـٰلَمِينَ

অর্থ: আর তোমরা ইচ্ছা করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন।

৮১ . আত তাক্‌ভীর - (التكوير) | অন্ধকারাচ্ছন্ন

makkah, মোট আয়াতঃ ২৯

١ إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ ٢ وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ ٣ وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ ٤ وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ ٥ وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ ٦ وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ ٧ وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ ٨ وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ ٩ بِأَىِّ ذَنۢبٍ قُتِلَتْ ١٠ وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ ١١ وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ ١٢ وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ ١٣ وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ ١٤ عَلِمَتْ نَفْسٌ مَّآ أَحْضَرَتْ ١٥ فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ ١٦ ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ ١٧ وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ ١٨ وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ ١٩ إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ ٢٠ ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍ ٢١ مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ ٢٢ وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ ٢٣ وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ ٢٤ وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍ ٢٥ وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَـٰنٍ رَّجِيمٍ ٢٦ فَأَيْنَ تَذْهَبُونَ ٢٧ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَـٰلَمِينَ ٢٨ لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ ٢٩ وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَـٰلَمِينَ