অনুবাদ
তেলাওয়াত

১০৬ . কুরাইশ - (قريش) | কুরাইশ গোত্র

makkah, মোট আয়াতঃ ৪

لِإِيلَـٰفِ قُرَيْشٍ

অর্থ: যেহেতু কুরাইশ অভ্যস্ত,

إِۦلَـٰفِهِمْ رِحْلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيْفِ

অর্থ: শীত ও গ্রীষ্মের সফরে তারা অভ্যস্ত হওয়ায়।

فَلْيَعْبُدُوا۟ رَبَّ هَـٰذَا ٱلْبَيْتِ

অর্থ: অতএব তারা যেন এ গৃহের রবের ‘ইবাদাত করে,

ٱلَّذِىٓ أَطْعَمَهُم مِّن جُوعٍ وَءَامَنَهُم مِّنْ خَوْفٍۭ

অর্থ: যিনি ক্ষুধায় তাদেরকে আহার দিয়েছেন আর ভয় থেকে তাদেরকে নিরাপদ করেছেন।

১০৬ . কুরাইশ - (قريش) | কুরাইশ গোত্র

makkah, মোট আয়াতঃ ৪

١ لِإِيلَـٰفِ قُرَيْشٍ ٢ إِۦلَـٰفِهِمْ رِحْلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيْفِ ٣ فَلْيَعْبُدُوا۟ رَبَّ هَـٰذَا ٱلْبَيْتِ ٤ ٱلَّذِىٓ أَطْعَمَهُم مِّن جُوعٍ وَءَامَنَهُم مِّنْ خَوْفٍۭ