অনুবাদ
তেলাওয়াত

৫৬ . আল ওয়াক্বিয়াহ্‌ - (الواقيـة) | নিশ্চিত ঘটনা

madinah, মোট আয়াতঃ ৯৬

إِذَا وَقَعَتِ ٱلْوَاقِعَةُ

অর্থ: যখন কিয়ামত সংঘটিত হবে।

لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ

অর্থ: তার সংঘটনের কোনই অস্বীকারকারী থাকবে না।

خَافِضَةٌ رَّافِعَةٌ

অর্থ: তা কাউকে ভূলুণ্ঠিত করবে এবং কাউকে করবে সমুন্নত।

إِذَا رُجَّتِ ٱلْأَرْضُ رَجًّا

অর্থ: যখন যমীন প্রকম্পিত হবে প্রবল প্রকম্পনে।

وَبُسَّتِ ٱلْجِبَالُ بَسًّا

অর্থ: আর পর্বতমালা চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়বে।

فَكَانَتْ هَبَآءً مُّنۢبَثًّا

অর্থ: অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে।

وَكُنتُمْ أَزْوَٰجًا ثَلَـٰثَةً

অর্থ: আর তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন দলে।

فَأَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ مَآ أَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ

অর্থ: সুতরাং ডান পার্শ্বের দল, ডান পার্শ্বের দলটি কত সৌভাগ্যবান!

وَأَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ مَآ أَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ

অর্থ: আর বাম পার্শ্বের দল, বাম পার্শ্বের দলটি কত হতভাগ্য!

১০

وَٱلسَّـٰبِقُونَ ٱلسَّـٰبِقُونَ

অর্থ: আর অগ্রগামীরাই অগ্রগামী।

১১

أُو۟لَـٰٓئِكَ ٱلْمُقَرَّبُونَ

অর্থ: তারাই সান্নিধ্যপ্রাপ্ত।

১২

فِى جَنَّـٰتِ ٱلنَّعِيمِ

অর্থ: তারা থাকবে নিআমতপূর্ণ জান্নাতসমূহে ।

১৩

ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ

অর্থ: বহুসংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে,

১৪

وَقَلِيلٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ

অর্থ: আর অল্পসংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে।

১৫

عَلَىٰ سُرُرٍ مَّوْضُونَةٍ

অর্থ: স্বর্ণ ও দামী পাথরখচিত আসনে!

১৬

مُّتَّكِـِٔينَ عَلَيْهَا مُتَقَـٰبِلِينَ

অর্থ: তারা সেখানে হেলান দিয়ে আসীন থাকবে মুখোমুখি অবস্থায়।

১৭

يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌ مُّخَلَّدُونَ

অর্থ: তাদের আশ-পাশে ঘোরাফেরা করবে চির কিশোররা,

১৮

بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ

অর্থ: পানপাত্র, জগ ও প্রবাহিত ঝর্ণার শরাবপূর্ণ পেয়ালা নিয়ে,

১৯

لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ

অর্থ: তা পানে না তাদের মাথা ব্যথা করবে, আর না তারা মাতাল হবে।

২০

وَفَـٰكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ

অর্থ: আর (ঘোরাফেরা করবে) তাদের পছন্দমত ফল নিয়ে।

২১

وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ

অর্থ: আর পাখির গোশ্‌ত নিয়ে, যা তারা কামনা করবে।

২২

وَحُورٌ عِينٌ

অর্থ: আর থাকবে ডাগরচোখা হূর,

২৩

كَأَمْثَـٰلِ ٱللُّؤْلُؤِ ٱلْمَكْنُونِ

অর্থ: যেন তারা সুরক্ষিত মুক্তা,

২৪

جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ

অর্থ: তারা যে আমল করত তার প্রতিদানস্বরূপ।

২৫

لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا

অর্থ: তারা সেখানে শুনতে পাবে না কোন বেহুদা কথা, এবং না পাপের কথা;

২৬

إِلَّا قِيلًا سَلَـٰمًا سَلَـٰمًا

অর্থ: শুধু এই বাণী ছাড়া, ‘সালাম, সালাম’

২৭

وَأَصْحَـٰبُ ٱلْيَمِينِ مَآ أَصْحَـٰبُ ٱلْيَمِينِ

অর্থ: আর ডান দিকের দল; কত ভাগ্যবান ডান দিকের দল!

২৮

فِى سِدْرٍ مَّخْضُودٍ

অর্থ: তারা থাকবে কাঁটাবিহীন কুলগাছের নিচে,

২৯

وَطَلْحٍ مَّنضُودٍ

অর্থ: আর কাঁদিপূর্ণ কলাগাছের নিচে,

৩০

وَظِلٍّ مَّمْدُودٍ

অর্থ: আর বিস্তৃত ছায়ায়,

৩১

وَمَآءٍ مَّسْكُوبٍ

অর্থ: আর সদা প্রবাহিত পানির পাশে,

৩২

وَفَـٰكِهَةٍ كَثِيرَةٍ

অর্থ: আর প্রচুর ফলমূলে,

৩৩

لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ

অর্থ: যা শেষ হবে না এবং নিষিদ্ধও হবে না।

৩৪

وَفُرُشٍ مَّرْفُوعَةٍ

অর্থ: (তারা থাকবে) সুউচ্চ শয্যাসমূহে;

৩৫

إِنَّآ أَنشَأْنَـٰهُنَّ إِنشَآءً

অর্থ: নিশ্চয় আমি হূরদেরকে বিশেষভাবে সৃষ্টি করব।

৩৬

فَجَعَلْنَـٰهُنَّ أَبْكَارًا

অর্থ: অতঃপর তাদেরকে বানাব কুমারী,

৩৭

عُرُبًا أَتْرَابًا

অর্থ: সোহাগিনী ও সমবয়সী।

৩৮

لِّأَصْحَـٰبِ ٱلْيَمِينِ

অর্থ: ডানদিকের লোকদের জন্য।

৩৯

ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ

অর্থ: তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।

৪০

وَثُلَّةٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ

অর্থ: আর অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে।

৪১

وَأَصْحَـٰبُ ٱلشِّمَالِ مَآ أَصْحَـٰبُ ٱلشِّمَالِ

অর্থ: আর বাম দিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল!

৪২

فِى سَمُومٍ وَحَمِيمٍ

অর্থ: তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচন্ড উত্তপ্ত পানিতে,

৪৩

وَظِلٍّ مِّن يَحْمُومٍ

অর্থ: আর প্রচন্ড কালো ধোঁয়ার ছায়ায়,

৪৪

لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ

অর্থ: যা শীতলও নয়, সুখকরও নয়।

৪৫

إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ

অর্থ: নিশ্চয় তারা ইতঃপূর্বে বিলাসিতায় মগ্ন ছিল,

৪৬

وَكَانُوا۟ يُصِرُّونَ عَلَى ٱلْحِنثِ ٱلْعَظِيمِ

অর্থ: আর তারা জঘন্য পাপে লেগে থাকত।

৪৭

وَكَانُوا۟ يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَـٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ

অর্থ: আর তারা বলত, ‘আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হব?’

৪৮

أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ

অর্থ: ‘আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরাও?’

৪৯

قُلْ إِنَّ ٱلْأَوَّلِينَ وَٱلْـَٔاخِرِينَ

অর্থ: বল, ‘নিশ্চয় পূর্ববর্তীরা ও পরবর্তীরা,

৫০

لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَـٰتِ يَوْمٍ مَّعْلُومٍ

অর্থ: এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে অবশ্যই একত্র হবে’।

৫১

ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلْمُكَذِّبُونَ

অর্থ: তারপর হে পথভ্রষ্ট ও অস্বীকারকারীরা,

৫২

لَـَٔاكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ

অর্থ: তোমরা অবশ্যই যাক্কূম গাছ থেকে খাবে,

৫৩

فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ

অর্থ: অতঃপর তা দিয়ে পেট ভর্তি করবে।

৫৪

فَشَـٰرِبُونَ عَلَيْهِ مِنَ ٱلْحَمِيمِ

অর্থ: তদুপরি পান করবে প্রচন্ড উত্তপ্ত পানি।

৫৫

فَشَـٰرِبُونَ شُرْبَ ٱلْهِيمِ

অর্থ: অতঃপর তোমরা তা পান করবে তৃষ্ণাতুর উটের ন্যায়।

৫৬

هَـٰذَا نُزُلُهُمْ يَوْمَ ٱلدِّينِ

অর্থ: প্রতিফল দিবসে এই হবে তাদের মেহমানদারী,

৫৭

نَحْنُ خَلَقْنَـٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ

অর্থ: আমিই তোমাদেরকে সৃষ্টি করেছি: তাহলে কেন তোমরা তা বিশ্বাস করছ না?

৫৮

أَفَرَءَيْتُم مَّا تُمْنُونَ

অর্থ: তোমরা কি ভেবে দেখেছ, তোমরা যে বীর্যপাত করছ সে সম্পর্কে?

৫৯

ءَأَنتُمْ تَخْلُقُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلْخَـٰلِقُونَ

অর্থ: তা কি তোমরা সৃষ্টি কর, না আমিই তার স্রষ্টা?

৬০

نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ ٱلْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ

অর্থ: আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারণ করেছি এবং আমাকে অক্ষম করা যাবে না,

৬১

عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمْثَـٰلَكُمْ وَنُنشِئَكُمْ فِى مَا لَا تَعْلَمُونَ

অর্থ: তোমাদের স্থানে তোমাদের বিকল্প আনয়ন করতে এবং তোমাদেরকে এমনভাবে সৃষ্টি করতে যা তোমরা জান না।

৬২

وَلَقَدْ عَلِمْتُمُ ٱلنَّشْأَةَ ٱلْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ

অর্থ: আর তোমরা তো প্রথম সৃষ্টি সম্পর্কে জেনেছ, তবে কেন তোমরা উপদেশ গ্রহণ করছ না?

৬৩

أَفَرَءَيْتُم مَّا تَحْرُثُونَ

অর্থ: তোমরা আমাকে বল, তোমরা যমীনে যা বপন কর সে ব্যাপারে,

৬৪

ءَأَنتُمْ تَزْرَعُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلزَّٰرِعُونَ

অর্থ: তোমরা তা অঙ্কুরিত কর, না আমি অঙ্কুরিত করি?

৬৫

لَوْ نَشَآءُ لَجَعَلْنَـٰهُ حُطَـٰمًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ

অর্থ: আমি চাইলে তা খড়-কুটায় পরিণত করতে পারি, তখন তোমরা পরিতাপ করতে থাকবে-

৬৬

إِنَّا لَمُغْرَمُونَ

অর্থ: (এই বলে,) ‘নিশ্চয় আমরা দায়গ্রস্ত হয়ে গেলাম’।

৬৭

بَلْ نَحْنُ مَحْرُومُونَ

অর্থ: ‘বরং আমরা মাহরূম হয়েছি’।

৬৮

أَفَرَءَيْتُمُ ٱلْمَآءَ ٱلَّذِى تَشْرَبُونَ

অর্থ: তোমরা যে পানি পান কর সে ব্যাপারে আমাকে বল।

৬৯

ءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ ٱلْمُزْنِ أَمْ نَحْنُ ٱلْمُنزِلُونَ

অর্থ: বৃষ্টিভরা মেঘ থেকে তোমরা কি তা বর্ষণ কর, না আমি বৃষ্টি বর্ষণকারী?

৭০

لَوْ نَشَآءُ جَعَلْنَـٰهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ

অর্থ: ইচ্ছা করলে আমি তা লবণাক্ত করে দিতে পারি: তবুও কেন তোমরা কৃতজ্ঞ হও না?

৭১

أَفَرَءَيْتُمُ ٱلنَّارَ ٱلَّتِى تُورُونَ

অর্থ: তোমরা যে আগুন জ্বালাও সে ব্যাপারে আমাকে বল,

৭২

ءَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَآ أَمْ نَحْنُ ٱلْمُنشِـُٔونَ

অর্থ: তোমরাই কি এর (লাকড়ির গাছ) উৎপাদন কর, না আমি করি?

৭৩

نَحْنُ جَعَلْنَـٰهَا تَذْكِرَةً وَمَتَـٰعًا لِّلْمُقْوِينَ

অর্থ: একে আমি করেছি এক স্মারক ও মরুবাসীর প্রয়োজনীয় বস্তু।

৭৪

فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ

অর্থ: অতএব তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ কর।

৭৫

۞ فَلَآ أُقْسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ

অর্থ: সুতরাং আমি কসম করছি নক্ষত্ররাজির অস্তাচলের,

৭৬

وَإِنَّهُۥ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ

অর্থ: আর নিশ্চয় এটি এক মহাকসম, যদি তোমরা জানতে,

৭৭

إِنَّهُۥ لَقُرْءَانٌ كَرِيمٌ

অর্থ: নিশ্চয় এটি মহিমান্বিত কুরআন,

৭৮

فِى كِتَـٰبٍ مَّكْنُونٍ

অর্থ: যা আছে সুরক্ষিত কিতাবে,

৭৯

لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلْمُطَهَّرُونَ

অর্থ: কেউ তা স্পর্শ করবে না পবিত্রগণ ছাড়া।

৮০

تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَـٰلَمِينَ

অর্থ: তা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত।

৮১

أَفَبِهَـٰذَا ٱلْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ

অর্থ: তবে কি তোমরা এই বাণী তুচ্ছ গণ্য করছ?

৮২

وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ

অর্থ: আর তোমরা তোমাদের রিয্ক বানিয়ে নিয়েছ যে, তোমরা মিথ্যা আরোপ করবে।

৮৩

فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ

অর্থ: সুতরাং কেন নয়- যখন রূহ কণ্ঠদেশে পৌঁছে যায়?

৮৪

وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ

অর্থ: আর তখন তোমরা কেবল চেয়ে থাক।

৮৫

وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَـٰكِن لَّا تُبْصِرُونَ

অর্থ: আর তোমাদের চাইতে আমি তার খুব কাছে; কিন্তু তোমরা দেখতে পাও না।

৮৬

فَلَوْلَآ إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ

অর্থ: তোমাদের যদি প্রতিফল দেয়া না হয়, তাহলে তোমরা কেন

৮৭

تَرْجِعُونَهَآ إِن كُنتُمْ صَـٰدِقِينَ

অর্থ: ফিরিয়ে আনছ না রূহকে, যদি তোমরা সত্যবাদী হও?

৮৮

فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُقَرَّبِينَ

অর্থ: অতঃপর সে যদি নৈকট্যপ্রাপ্তদের অন্যতম হয়,

৮৯

فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ

অর্থ: তবে তার জন্য থাকবে বিশ্রাম, উত্তম জীবনোপকরণ ও সুখময় জান্নাত।

৯০

وَأَمَّآ إِن كَانَ مِنْ أَصْحَـٰبِ ٱلْيَمِينِ

অর্থ: আর সে যদি হয় ডানদিকের একজন,

৯১

فَسَلَـٰمٌ لَّكَ مِنْ أَصْحَـٰبِ ٱلْيَمِينِ

অর্থ: তবে (তাকে বলা হবে), ‘তোমাকে সালাম, যেহেতু তুমি ডানদিকের একজন’।

৯২

وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ

অর্থ: আর সে যদি হয় অস্বীকারকারী ও পথভ্রষ্ট,

৯৩

فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ

অর্থ: তবে তার মেহমানদারী হবে প্রচন্ড উত্তপ্ত পানি দিয়ে,

৯৪

وَتَصْلِيَةُ جَحِيمٍ

অর্থ: আর জ্বলন্ত আগুনে প্রজ্জ্বলনে।

৯৫

إِنَّ هَـٰذَا لَهُوَ حَقُّ ٱلْيَقِينِ

অর্থ: নিশ্চয় এটি অবধারিত সত্য।

৯৬

فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ

অর্থ: অতএব তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ কর।

৫৬ . আল ওয়াক্বিয়াহ্‌ - (الواقيـة) | নিশ্চিত ঘটনা

madinah, মোট আয়াতঃ ৯৬

١ إِذَا وَقَعَتِ ٱلْوَاقِعَةُ ٢ لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ ٣ خَافِضَةٌ رَّافِعَةٌ ٤ إِذَا رُجَّتِ ٱلْأَرْضُ رَجًّا ٥ وَبُسَّتِ ٱلْجِبَالُ بَسًّا ٦ فَكَانَتْ هَبَآءً مُّنۢبَثًّا ٧ وَكُنتُمْ أَزْوَٰجًا ثَلَـٰثَةً ٨ فَأَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ مَآ أَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ ٩ وَأَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ مَآ أَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ ١٠ وَٱلسَّـٰبِقُونَ ٱلسَّـٰبِقُونَ ١١ أُو۟لَـٰٓئِكَ ٱلْمُقَرَّبُونَ ١٢ فِى جَنَّـٰتِ ٱلنَّعِيمِ ١٣ ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ ١٤ وَقَلِيلٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ ١٥ عَلَىٰ سُرُرٍ مَّوْضُونَةٍ ١٦ مُّتَّكِـِٔينَ عَلَيْهَا مُتَقَـٰبِلِينَ ١٧ يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌ مُّخَلَّدُونَ ١٨ بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ ١٩ لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ ٢٠ وَفَـٰكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ ٢١ وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ ٢٢ وَحُورٌ عِينٌ ٢٣ كَأَمْثَـٰلِ ٱللُّؤْلُؤِ ٱلْمَكْنُونِ ٢٤ جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ ٢٥ لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا ٢٦ إِلَّا قِيلًا سَلَـٰمًا سَلَـٰمًا ٢٧ وَأَصْحَـٰبُ ٱلْيَمِينِ مَآ أَصْحَـٰبُ ٱلْيَمِينِ ٢٨ فِى سِدْرٍ مَّخْضُودٍ ٢٩ وَطَلْحٍ مَّنضُودٍ ٣٠ وَظِلٍّ مَّمْدُودٍ ٣١ وَمَآءٍ مَّسْكُوبٍ ٣٢ وَفَـٰكِهَةٍ كَثِيرَةٍ ٣٣ لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ ٣٤ وَفُرُشٍ مَّرْفُوعَةٍ ٣٥ إِنَّآ أَنشَأْنَـٰهُنَّ إِنشَآءً ٣٦ فَجَعَلْنَـٰهُنَّ أَبْكَارًا ٣٧ عُرُبًا أَتْرَابًا ٣٨ لِّأَصْحَـٰبِ ٱلْيَمِينِ ٣٩ ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ ٤٠ وَثُلَّةٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ ٤١ وَأَصْحَـٰبُ ٱلشِّمَالِ مَآ أَصْحَـٰبُ ٱلشِّمَالِ ٤٢ فِى سَمُومٍ وَحَمِيمٍ ٤٣ وَظِلٍّ مِّن يَحْمُومٍ ٤٤ لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ ٤٥ إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ ٤٦ وَكَانُوا۟ يُصِرُّونَ عَلَى ٱلْحِنثِ ٱلْعَظِيمِ ٤٧ وَكَانُوا۟ يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَـٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ ٤٨ أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ ٤٩ قُلْ إِنَّ ٱلْأَوَّلِينَ وَٱلْـَٔاخِرِينَ ٥٠ لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَـٰتِ يَوْمٍ مَّعْلُومٍ ٥١ ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلْمُكَذِّبُونَ ٥٢ لَـَٔاكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ ٥٣ فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ ٥٤ فَشَـٰرِبُونَ عَلَيْهِ مِنَ ٱلْحَمِيمِ ٥٥ فَشَـٰرِبُونَ شُرْبَ ٱلْهِيمِ ٥٦ هَـٰذَا نُزُلُهُمْ يَوْمَ ٱلدِّينِ ٥٧ نَحْنُ خَلَقْنَـٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ ٥٨ أَفَرَءَيْتُم مَّا تُمْنُونَ ٥٩ ءَأَنتُمْ تَخْلُقُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلْخَـٰلِقُونَ ٦٠ نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ ٱلْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ ٦١ عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمْثَـٰلَكُمْ وَنُنشِئَكُمْ فِى مَا لَا تَعْلَمُونَ ٦٢ وَلَقَدْ عَلِمْتُمُ ٱلنَّشْأَةَ ٱلْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ ٦٣ أَفَرَءَيْتُم مَّا تَحْرُثُونَ ٦٤ ءَأَنتُمْ تَزْرَعُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلزَّٰرِعُونَ ٦٥ لَوْ نَشَآءُ لَجَعَلْنَـٰهُ حُطَـٰمًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ ٦٦ إِنَّا لَمُغْرَمُونَ ٦٧ بَلْ نَحْنُ مَحْرُومُونَ ٦٨ أَفَرَءَيْتُمُ ٱلْمَآءَ ٱلَّذِى تَشْرَبُونَ ٦٩ ءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ ٱلْمُزْنِ أَمْ نَحْنُ ٱلْمُنزِلُونَ ٧٠ لَوْ نَشَآءُ جَعَلْنَـٰهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ ٧١ أَفَرَءَيْتُمُ ٱلنَّارَ ٱلَّتِى تُورُونَ ٧٢ ءَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَآ أَمْ نَحْنُ ٱلْمُنشِـُٔونَ ٧٣ نَحْنُ جَعَلْنَـٰهَا تَذْكِرَةً وَمَتَـٰعًا لِّلْمُقْوِينَ ٧٤ فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ ٧٥ ۞ فَلَآ أُقْسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ ٧٦ وَإِنَّهُۥ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ ٧٧ إِنَّهُۥ لَقُرْءَانٌ كَرِيمٌ ٧٨ فِى كِتَـٰبٍ مَّكْنُونٍ ٧٩ لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلْمُطَهَّرُونَ ٨٠ تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَـٰلَمِينَ ٨١ أَفَبِهَـٰذَا ٱلْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ ٨٢ وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ ٨٣ فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ ٨٤ وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ ٨٥ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَـٰكِن لَّا تُبْصِرُونَ ٨٦ فَلَوْلَآ إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ ٨٧ تَرْجِعُونَهَآ إِن كُنتُمْ صَـٰدِقِينَ ٨٨ فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُقَرَّبِينَ ٨٩ فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ ٩٠ وَأَمَّآ إِن كَانَ مِنْ أَصْحَـٰبِ ٱلْيَمِينِ ٩١ فَسَلَـٰمٌ لَّكَ مِنْ أَصْحَـٰبِ ٱلْيَمِينِ ٩٢ وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ ٩٣ فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ ٩٤ وَتَصْلِيَةُ جَحِيمٍ ٩٥ إِنَّ هَـٰذَا لَهُوَ حَقُّ ٱلْيَقِينِ ٩٦ فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ