অনুবাদ
তেলাওয়াত

৯৬ . আল আলাক - (الـعلق) | রক্তপিন্ড

makkah, মোট আয়াতঃ ১৯

ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ

অর্থ: পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।

خَلَقَ ٱلْإِنسَـٰنَ مِنْ عَلَقٍ

অর্থ: তিনি সৃষ্টি করেছেন মানুষকে 'আলাক' থেকে।

ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ

অর্থ: পড়, আর তোমার রব মহামহিম।

ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ

অর্থ: যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।

عَلَّمَ ٱلْإِنسَـٰنَ مَا لَمْ يَعْلَمْ

অর্থ: তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।

كَلَّآ إِنَّ ٱلْإِنسَـٰنَ لَيَطْغَىٰٓ

অর্থ: কখনো নয়, নিশ্চয় মানুষ সীমালঙ্ঘন করে থাকে।

أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ

অর্থ: কেননা সে নিজকে মনে করে স্বয়ংসম্পূর্ণ।

إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ

অর্থ: নিশ্চয় তোমার রবের দিকেই প্রত্যাবর্তন।

أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ

অর্থ: তুমি কি তাকে দেখেছ যে নিষেধ করে।

১০

عَبْدًا إِذَا صَلَّىٰٓ

অর্থ: এক বান্দাকে, যখন সে সালাত আদায় করে?

১১

أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ

অর্থ: তুমি কি দেখেছ, যদি সে হিদায়াতের উপর থাকে,

১২

أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ

অর্থ: অথবা তাকওয়ার নির্দেশ দেয়?

১৩

أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ

অর্থ: যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়?

১৪

أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ

অর্থ: সে কি জানেনা যে, নিঃসন্দেহে আল্লাহ দেখেন?

১৫

كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ

অর্থ: কখনো নয়, যদি সে বিরত না হয়, তবে আমি তাকে কপালের সম্মুখভাগের চুল ধরে টেনে- হিঁচড়ে নিয়ে যাব।

১৬

نَاصِيَةٍ كَـٰذِبَةٍ خَاطِئَةٍ

অর্থ: মিথ্যাবাদী, পাপিষ্ঠ কপাল।

১৭

فَلْيَدْعُ نَادِيَهُۥ

অর্থ: অতএব, সে তার সভাসদদের আহবান করুক।

১৮

سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ

অর্থ: অচিরেই আমি ডেকে নেব জাহান্নামের প্রহরীদেরকে।

১৯

كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩

অর্থ: কখনো নয়, তুমি তার আনুগত্য করবে না। আর সিজদা কর এবং নৈকট্য লাভ কর।[সাজদাহ]

৯৬ . আল আলাক - (الـعلق) | রক্তপিন্ড

makkah, মোট আয়াতঃ ১৯

١ ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ ٢ خَلَقَ ٱلْإِنسَـٰنَ مِنْ عَلَقٍ ٣ ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ ٤ ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ ٥ عَلَّمَ ٱلْإِنسَـٰنَ مَا لَمْ يَعْلَمْ ٦ كَلَّآ إِنَّ ٱلْإِنسَـٰنَ لَيَطْغَىٰٓ ٧ أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ ٨ إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ ٩ أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ ١٠ عَبْدًا إِذَا صَلَّىٰٓ ١١ أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ ١٢ أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ ١٣ أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ ١٤ أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ ١٥ كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ ١٦ نَاصِيَةٍ كَـٰذِبَةٍ خَاطِئَةٍ ١٧ فَلْيَدْعُ نَادِيَهُۥ ١٨ سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ ١٩ كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩