অনুবাদ
তেলাওয়াত

৭৫ . আল ক্বিয়ামাহ্‌ - (الـقـيامـة) | পুনরুত্থান

makkah, মোট আয়াতঃ ৪০

لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَـٰمَةِ

অর্থ: আমি কসম করছি কিয়ামতের দিনের!

وَلَآ أُقْسِمُ بِٱلنَّفْسِ ٱللَّوَّامَةِ

অর্থ: আমি আরো কসম করছি আত্ম-ভৎর্সনাকারী আত্মার!

أَيَحْسَبُ ٱلْإِنسَـٰنُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُۥ

অর্থ: মানুষ কি মনে করে যে, আমি কখনই তার অস্থিসমূহ একত্র করব না?

بَلَىٰ قَـٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّىَ بَنَانَهُۥ

অর্থ: হ্যাঁ, আমি তার আংগুলের অগ্রভাগসমূহও পুনর্বিন্যস্ত করতে সক্ষম।

بَلْ يُرِيدُ ٱلْإِنسَـٰنُ لِيَفْجُرَ أَمَامَهُۥ

অর্থ: বরং মানুষ চায় ভবিষ্যতেও পাপাচার করতে।

يَسْـَٔلُ أَيَّانَ يَوْمُ ٱلْقِيَـٰمَةِ

অর্থ: সে প্রশ্ন করে, ‘কবে কিয়ামতের দিন’?

فَإِذَا بَرِقَ ٱلْبَصَرُ

অর্থ: যখন চক্ষু হতচকিত হবে।

وَخَسَفَ ٱلْقَمَرُ

অর্থ: আর চাঁদ কিরণহীন হবে,

وَجُمِعَ ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ

অর্থ: আর চাঁদ ও সূর্যকে একত্র করা হবে।

১০

يَقُولُ ٱلْإِنسَـٰنُ يَوْمَئِذٍ أَيْنَ ٱلْمَفَرُّ

অর্থ: সেদিন মানুষ বলবে, ‘পালাবার স্থান কোথায়’?

১১

كَلَّا لَا وَزَرَ

অর্থ: না, কোন আশ্রয়স্থল নেই।

১২

إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمُسْتَقَرُّ

অর্থ: ঠাঁই শুধু সেদিন তোমার রবের নিকট।

১৩

يُنَبَّؤُا۟ ٱلْإِنسَـٰنُ يَوْمَئِذٍۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ

অর্থ: সেদিন মানুষকে অবহিত করা হবে কী সে অগ্রে পাঠিয়েছিল এবং পশ্চাতে পাঠিয়েছিল।

১৪

بَلِ ٱلْإِنسَـٰنُ عَلَىٰ نَفْسِهِۦ بَصِيرَةٌ

অর্থ: বরং মানুষ তার নিজের উপর দৃষ্টিমান।

১৫

وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُۥ

অর্থ: যদিও সে নানা অজুহাত পেশ করে থাকে।

১৬

لَا تُحَرِّكْ بِهِۦ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِۦٓ

অর্থ: কুরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিহবাকে দ্রুত আন্দোলিত করো না।

১৭

إِنَّ عَلَيْنَا جَمْعَهُۥ وَقُرْءَانَهُۥ

অর্থ: নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ আমার দায়িত্বে।

১৮

فَإِذَا قَرَأْنَـٰهُ فَٱتَّبِعْ قُرْءَانَهُۥ

অর্থ: অতঃপর যখন আমি তা পাঠ করি তখন তুমি তার পাঠের অনুসরণ কর।

১৯

ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُۥ

অর্থ: তারপর তার বর্ণনার দায়িত্ব আমারই।

২০

كَلَّا بَلْ تُحِبُّونَ ٱلْعَاجِلَةَ

অর্থ: কখনো না, বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালবাস।

২১

وَتَذَرُونَ ٱلْـَٔاخِرَةَ

অর্থ: আর তোমরা ছেড়ে দিচ্ছ আখিরাতকে।

২২

وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ

অর্থ: সেদিন কতক মুখমন্ডল হবে হাস্যোজ্জ্বল।

২৩

إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ

অর্থ: তাদের রবের প্রতি দৃষ্টিনিক্ষেপকারী।

২৪

وَوُجُوهٌ يَوْمَئِذٍۭ بَاسِرَةٌ

অর্থ: আর সেদিন অনেক মুখমন্ডল হবে বিবর্ণ-বিষন্ন।

২৫

تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ

অর্থ: তারা ধারণা করবে যে, এক বিপর্যয় তাদের উপর আপতিত করা হবে।

২৬

كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِىَ

অর্থ: কখনই না, যখন প্রাণ কণ্ঠাগত হবে।

২৭

وَقِيلَ مَنْ ۜ رَاقٍ

অর্থ: আর বলা হবে, ‘কে তাকে বাঁচাবে’?

২৮

وَظَنَّ أَنَّهُ ٱلْفِرَاقُ

অর্থ: আর সে মনে করবে, এটিই বিদায়ক্ষণ।

২৯

وَٱلْتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ

অর্থ: আর পায়ের গোছার সংগে পায়ের গোছা জড়িয়ে যাবে।

৩০

إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمَسَاقُ

অর্থ: সেদিন তোমার রবের কাছেই সকলকে হাঁকিয়ে নেয়া হবে।

৩১

فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ

অর্থ: সুতরাং সে বিশ্বাসও করেনি এবং সালাতও আদায় করেনি।

৩২

وَلَـٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ

অর্থ: বরং সে সত্য প্রত্যাখ্যান করেছিল এবং ফিরে গিয়েছিল।

৩৩

ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهْلِهِۦ يَتَمَطَّىٰٓ

অর্থ: তারপর সে দম্ভভরে পরিবার-পরিজনের কাছে চলে গিয়েছিল।

৩৪

أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ

অর্থ: দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ!

৩৫

ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰٓ

অর্থ: তারপরও দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ!

৩৬

أَيَحْسَبُ ٱلْإِنسَـٰنُ أَن يُتْرَكَ سُدًى

অর্থ: মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?

৩৭

أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِىٍّ يُمْنَىٰ

অর্থ: সে কি বীর্যের শুক্রবিন্দু ছিল না যা স্খলিত হয়?

৩৮

ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ

অর্থ: অতঃপর সে ‘আলাকায় পরিণত হয়। তারপর আল্লাহ তাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।

৩৯

فَجَعَلَ مِنْهُ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ

অর্থ: অতঃপর তিনি তা থেকে সৃষ্টি করেন জোড়ায় জোড়ায় পুরুষ ও নারী।

৪০

أَلَيْسَ ذَٰلِكَ بِقَـٰدِرٍ عَلَىٰٓ أَن يُحْـِۧىَ ٱلْمَوْتَىٰ

অর্থ: তিনি কি মৃতদের জীবিত করতে সক্ষম নন?

৭৫ . আল ক্বিয়ামাহ্‌ - (الـقـيامـة) | পুনরুত্থান

makkah, মোট আয়াতঃ ৪০

١ لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَـٰمَةِ ٢ وَلَآ أُقْسِمُ بِٱلنَّفْسِ ٱللَّوَّامَةِ ٣ أَيَحْسَبُ ٱلْإِنسَـٰنُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُۥ ٤ بَلَىٰ قَـٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّىَ بَنَانَهُۥ ٥ بَلْ يُرِيدُ ٱلْإِنسَـٰنُ لِيَفْجُرَ أَمَامَهُۥ ٦ يَسْـَٔلُ أَيَّانَ يَوْمُ ٱلْقِيَـٰمَةِ ٧ فَإِذَا بَرِقَ ٱلْبَصَرُ ٨ وَخَسَفَ ٱلْقَمَرُ ٩ وَجُمِعَ ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ ١٠ يَقُولُ ٱلْإِنسَـٰنُ يَوْمَئِذٍ أَيْنَ ٱلْمَفَرُّ ١١ كَلَّا لَا وَزَرَ ١٢ إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمُسْتَقَرُّ ١٣ يُنَبَّؤُا۟ ٱلْإِنسَـٰنُ يَوْمَئِذٍۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ ١٤ بَلِ ٱلْإِنسَـٰنُ عَلَىٰ نَفْسِهِۦ بَصِيرَةٌ ١٥ وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُۥ ١٦ لَا تُحَرِّكْ بِهِۦ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِۦٓ ١٧ إِنَّ عَلَيْنَا جَمْعَهُۥ وَقُرْءَانَهُۥ ١٨ فَإِذَا قَرَأْنَـٰهُ فَٱتَّبِعْ قُرْءَانَهُۥ ١٩ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُۥ ٢٠ كَلَّا بَلْ تُحِبُّونَ ٱلْعَاجِلَةَ ٢١ وَتَذَرُونَ ٱلْـَٔاخِرَةَ ٢٢ وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ ٢٣ إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ ٢٤ وَوُجُوهٌ يَوْمَئِذٍۭ بَاسِرَةٌ ٢٥ تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ ٢٦ كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِىَ ٢٧ وَقِيلَ مَنْ ۜ رَاقٍ ٢٨ وَظَنَّ أَنَّهُ ٱلْفِرَاقُ ٢٩ وَٱلْتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ ٣٠ إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمَسَاقُ ٣١ فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ ٣٢ وَلَـٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ ٣٣ ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهْلِهِۦ يَتَمَطَّىٰٓ ٣٤ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ ٣٥ ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰٓ ٣٦ أَيَحْسَبُ ٱلْإِنسَـٰنُ أَن يُتْرَكَ سُدًى ٣٧ أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِىٍّ يُمْنَىٰ ٣٨ ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ ٣٩ فَجَعَلَ مِنْهُ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ ٤٠ أَلَيْسَ ذَٰلِكَ بِقَـٰدِرٍ عَلَىٰٓ أَن يُحْـِۧىَ ٱلْمَوْتَىٰ