অনুবাদ
তেলাওয়াত

৭৭ . আল মুরসালাত - (الـمرسلات) | প্রেরিত পুরুষগণ

makkah, মোট আয়াতঃ ৫০

وَٱلْمُرْسَلَـٰتِ عُرْفًا

অর্থ: কসম কল্যাণের উদ্দেশ্যে প্রেরিত বাতাসের,

فَٱلْعَـٰصِفَـٰتِ عَصْفًا

অর্থ: আর প্রচন্ড বেগে প্রবাহিত ঝঞ্ঝার।

وَٱلنَّـٰشِرَٰتِ نَشْرًا

অর্থ: কসম মেঘমালা ও বৃষ্টি বিক্ষিপ্তকারী বায়ুর,

فَٱلْفَـٰرِقَـٰتِ فَرْقًا

অর্থ: আর সুস্পষ্টরূপে পার্থক্যকারীর (আল-কুরআনের আয়াতের)।

فَٱلْمُلْقِيَـٰتِ ذِكْرًا

অর্থ: অতঃপর কসম, উপদেশগ্রন্থ আনয়নকারী (ফেরেশতাদের),

عُذْرًا أَوْ نُذْرًا

অর্থ: অজুহাত দূরকারী ও সতর্ককারী।

إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌ

অর্থ: তোমাদেরকে যা কিছুর ওয়াদা দেয়া হয়েছে তা অবশ্যই ঘটবে।

فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ

অর্থ: যখন তারকারাজি আলোহীন হবে,

وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ

অর্থ: আর আকাশ বিদীর্ণ হবে,

১০

وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ

অর্থ: আর যখন পাহাড়গুলি চূর্ণবিচূর্ণ হবে,

১১

وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ

অর্থ: আর যখন রাসূলদেরকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে;

১২

لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ

অর্থ: কোন্ দিনের জন্য এসব স্থগিত করা হয়েছিল?

১৩

لِيَوْمِ ٱلْفَصْلِ

অর্থ: বিচার দিনের জন্য।

১৪

وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ

অর্থ: আর কিসে তোমাকে জানাবে বিচার দিবস কী?

১৫

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

অর্থ: মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

১৬

أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ

অর্থ: আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?

১৭

ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْـَٔاخِرِينَ

অর্থ: তারপর পরবর্তীদেরকে তাদের অনুসারী বানাই।

১৮

كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ

অর্থ: অপরাধীদের সাথে আমি এমনই করে থাকি।

১৯

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

অর্থ: মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস!

২০

أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍ مَّهِينٍ

অর্থ: আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি দিয়ে সৃষ্টি করিনি?

২১

فَجَعَلْنَـٰهُ فِى قَرَارٍ مَّكِينٍ

অর্থ: অতঃপর তা আমি রেখেছি সুরক্ষিত আধারে

২২

إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ

অর্থ: একটি নির্দিষ্ট সময় পর্যন্ত।

২৩

فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَـٰدِرُونَ

অর্থ: অতঃপর আমি পরিমাপ করেছি। আর আমিই উত্তম পরিমাপকারী।

২৪

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

অর্থ: মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

২৫

أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًا

অর্থ: আমি কি ভূমিকে ধারণকারী বানাইনি

২৬

أَحْيَآءً وَأَمْوَٰتًا

অর্থ: জীবিত ও মৃতদেরকে?

২৭

وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَـٰمِخَـٰتٍ وَأَسْقَيْنَـٰكُم مَّآءً فُرَاتًا

অর্থ: আর এখানে স্থাপন করেছি সুদৃঢ় ও সুউচ্চ পর্বত এবং তোমাদেরকে পান করিয়েছি সুপেয় পানি।

২৮

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

অর্থ: মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

২৯

ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

অর্থ: (তাদেরকে বলা হবে), তোমরা যা অস্বীকার করতে সেদিকে গমন কর।

৩০

ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّ ذِى ثَلَـٰثِ شُعَبٍ

অর্থ: যাও তিন শাখা বিশিষ্ট আগুনের ছায়ায়,

৩১

لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ

অর্থ: যা ছায়াদানকারী নয় এবং তা জাহান্নামের জ্বলন্ত অগ্নিশিখার মোকাবেলায় কোন কাজেও আসবে না।

৩২

إِنَّهَا تَرْمِى بِشَرَرٍ كَٱلْقَصْرِ

অর্থ: নিশ্চয় তা (জাহান্নাম) ছড়াবে প্রাসাদসম স্ফুলিঙ্গ।

৩৩

كَأَنَّهُۥ جِمَـٰلَتٌ صُفْرٌ

অর্থ: তা যেন হলুদ উষ্ট্রী।

৩৪

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

অর্থ: মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

৩৫

هَـٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ

অর্থ: এটা এমন দিন যেদিন তারা কথা বলবে না।

৩৬

وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ

অর্থ: আর তাদেরকে অজুহাত পেশ করার অনুমতিও দেয়া হবে না ।

৩৭

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

অর্থ: মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস!

৩৮

هَـٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ۖ جَمَعْنَـٰكُمْ وَٱلْأَوَّلِينَ

অর্থ: এটি ফয়সালার দিন; তোমাদেরকে ও পূর্ববর্তীদেরকে আমি একত্র করেছি।

৩৯

فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ

অর্থ: তোমাদের কোন কৌশল থাকলে আমার বিরুদ্ধে প্রয়োগ কর।

৪০

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

অর্থ: মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

৪১

إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَـٰلٍ وَعُيُونٍ

অর্থ: নিশ্চয় মুত্তাকীরা থাকবে ছায়া ও ঝর্ণাবহুল স্থানে,

৪২

وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَ

অর্থ: আর নিজদের বাসনানুযায়ী ফলমূল-এর মধ্যে।

৪৩

كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

অর্থ: (তাদেরকে বলা হবে) ‘তোমরা যে আমল করতে তার প্রতিদানস্বরূপ তৃপ্তির সাথে পানাহার কর;

৪৪

إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

অর্থ: সৎকর্মশীলদের আমরা এমন-ই প্রতিদান দিয়ে থাকি।

৪৫

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

অর্থ: মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

৪৬

كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ

অর্থ: (হে কাফিররা!) তোমরা আহার কর এবং ভোগ কর ক্ষণকাল; নিশ্চয় তোমরা অপরাধী।

৪৭

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

অর্থ: মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস!

৪৮

وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَ

অর্থ: তাদেরকে যখন বলা হয় ‘রুকূ‘ কর,’ তখন তারা রুকূ‘ করত না।

৪৯

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

অর্থ: মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

৫০

فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ

অর্থ: সুতরাং কুরআনের পরিবর্তে আর কোন্ বাণীর প্রতি তারা ঈমান আনবে?

৭৭ . আল মুরসালাত - (الـمرسلات) | প্রেরিত পুরুষগণ

makkah, মোট আয়াতঃ ৫০

١ وَٱلْمُرْسَلَـٰتِ عُرْفًا ٢ فَٱلْعَـٰصِفَـٰتِ عَصْفًا ٣ وَٱلنَّـٰشِرَٰتِ نَشْرًا ٤ فَٱلْفَـٰرِقَـٰتِ فَرْقًا ٥ فَٱلْمُلْقِيَـٰتِ ذِكْرًا ٦ عُذْرًا أَوْ نُذْرًا ٧ إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌ ٨ فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ ٩ وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ ١٠ وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ ١١ وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ ١٢ لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ ١٣ لِيَوْمِ ٱلْفَصْلِ ١٤ وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ ١٥ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ١٦ أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ ١٧ ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْـَٔاخِرِينَ ١٨ كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ ١٩ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٢٠ أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍ مَّهِينٍ ٢١ فَجَعَلْنَـٰهُ فِى قَرَارٍ مَّكِينٍ ٢٢ إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ ٢٣ فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَـٰدِرُونَ ٢٤ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٢٥ أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًا ٢٦ أَحْيَآءً وَأَمْوَٰتًا ٢٧ وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَـٰمِخَـٰتٍ وَأَسْقَيْنَـٰكُم مَّآءً فُرَاتًا ٢٨ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٢٩ ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ٣٠ ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّ ذِى ثَلَـٰثِ شُعَبٍ ٣١ لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ ٣٢ إِنَّهَا تَرْمِى بِشَرَرٍ كَٱلْقَصْرِ ٣٣ كَأَنَّهُۥ جِمَـٰلَتٌ صُفْرٌ ٣٤ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٣٥ هَـٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ ٣٦ وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ ٣٧ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٣٨ هَـٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ۖ جَمَعْنَـٰكُمْ وَٱلْأَوَّلِينَ ٣٩ فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ ٤٠ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٤١ إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَـٰلٍ وَعُيُونٍ ٤٢ وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَ ٤٣ كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ٤٤ إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ ٤٥ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٤٦ كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ ٤٧ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٤٨ وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَ ٤٩ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٥٠ فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ