অনুবাদ
তেলাওয়াত

৯৯ . আল যিল্‌যাল - (الـزلزلة) | ভূমিকম্প

madinah, মোট আয়াতঃ ৮

إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا

অর্থ: যখন প্রচন্ড কম্পনে যমীন প্রকম্পিত হবে।

وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا

অর্থ: আর যমীন তার বোঝা বের করে দেবে,

وَقَالَ ٱلْإِنسَـٰنُ مَا لَهَا

অর্থ: আর মানুষ বলবে, ‘এর কী হল?’

يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا

অর্থ: সেদিন যমীন তার বৃত্তান্ত বর্ণনা করবে,

بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا

অর্থ: যেহেতু তোমার রব তাকে নির্দেশ দিয়েছেন।

يَوْمَئِذٍ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا۟ أَعْمَـٰلَهُمْ

অর্থ: সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে যাতে দেখানো যায় তাদেরকে তাদের নিজদের কৃতকর্ম।

فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُۥ

অর্থ: অতএব, কেউ অণু পরিমাণ ভালকাজ করলে তা সে দেখবে,

وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُۥ

অর্থ: আর কেউ অণু পরিমাণ খারাপ কাজ করলে তাও সে দেখবে।

৯৯ . আল যিল্‌যাল - (الـزلزلة) | ভূমিকম্প

madinah, মোট আয়াতঃ ৮

١ إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا ٢ وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا ٣ وَقَالَ ٱلْإِنسَـٰنُ مَا لَهَا ٤ يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا ٥ بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا ٦ يَوْمَئِذٍ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا۟ أَعْمَـٰلَهُمْ ٧ فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُۥ ٨ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُۥ