অনুবাদ
তেলাওয়াত

৯২ . আল লাইল - (اللـيـل) | রাত্রি

makkah, মোট আয়াতঃ ২১

وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ

অর্থ: কসম রাতের, যখন তা ঢেকে দেয়।

وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ

অর্থ: কসম দিনের, যখন তা আলোকিত হয়।

وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ

অর্থ: কসম তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন।

إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ

অর্থ: নিশ্চয় তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকারের।

فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰ

অর্থ: সুতরাং যে দান করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে,

وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰ

অর্থ: আর উত্তমকে সত্য বলে বিশ্বাস করেছে,

فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ

অর্থ: আমি তার জন্য সহজ পথে চলা সুগম করে দেব।

وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰ

অর্থ: আর যে কার্পণ্য করেছে এবং নিজকে স্বয়ংসম্পূর্ণ মনে করেছে,

وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰ

অর্থ: আর উত্তমকে মিথ্যা বলে মনে করেছে,

১০

فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰ

অর্থ: আমি তার জন্য কঠিন পথে চলা সুগম করে দেব।

১১

وَمَا يُغْنِى عَنْهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ

অর্থ: আর তার সম্পদ তার কোন কাজে আসবে না, যখন সে অধঃপতিত হবে।

১২

إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ

অর্থ: নিশ্চয় পথ প্রদর্শন করাই আমার দায়িত্ব।

১৩

وَإِنَّ لَنَا لَلْـَٔاخِرَةَ وَٱلْأُولَىٰ

অর্থ: আর অবশ্যই আমার অধিকারে পরকাল ও ইহকাল।

১৪

فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ

অর্থ: অতএব আমি তোমাদের সতর্ক করে দিয়েছি লেলিহান আগুন সম্পর্কে,

১৫

لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَى

অর্থ: তাতে নিতান্ত হতভাগা ছাড়া কেউ প্রবেশ করবে না;

১৬

ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰ

অর্থ: যে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে।

১৭

وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى

অর্থ: আর তা থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকীকে।

১৮

ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ

অর্থ: যে তার সম্পদ দান করে আত্ম-শুদ্ধির উদ্দেশ্যে,

১৯

وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍ تُجْزَىٰٓ

অর্থ: আর তার প্রতি কারো এমন কোন অনুগ্রহ নেই, যার প্রতিদান দিতে হবে।

২০

إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰ

অর্থ: কেবল তার মহান রবের সন্তুষ্টির প্রত্যাশায়।

২১

وَلَسَوْفَ يَرْضَىٰ

অর্থ: আর অচিরেই সে সন্তোষ লাভ করবে।

৯২ . আল লাইল - (اللـيـل) | রাত্রি

makkah, মোট আয়াতঃ ২১

١ وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ ٢ وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ٣ وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ ٤ إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ ٥ فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰ ٦ وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰ ٧ فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ ٨ وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰ ٩ وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰ ١٠ فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰ ١١ وَمَا يُغْنِى عَنْهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ ١٢ إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ ١٣ وَإِنَّ لَنَا لَلْـَٔاخِرَةَ وَٱلْأُولَىٰ ١٤ فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ ١٥ لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَى ١٦ ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰ ١٧ وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى ١٨ ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ ١٩ وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍ تُجْزَىٰٓ ٢٠ إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰ ٢١ وَلَسَوْفَ يَرْضَىٰ