অনুবাদ
তেলাওয়াত

৮৯ . আল ফাজ্‌র - (الفجر) | ভোরবেলা

makkah, মোট আয়াতঃ ৩০

وَٱلْفَجْرِ

অর্থ: কসম ভোরবেলার।

وَلَيَالٍ عَشْرٍ

অর্থ: কসম দশ রাতের।

وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ

অর্থ: কসম জোড় ও বিজোড়ের।

وَٱلَّيْلِ إِذَا يَسْرِ

অর্থ: কসম রাতের, যখন তা বিদায় নেয়।

هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌ لِّذِى حِجْرٍ

অর্থ: এর মধ্যে কি বোধশক্তিসম্পন্ন ব্যক্তির জন্য কসম আছে?

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ

অর্থ: তুমি কি দেখনি তোমার রব কিরূপ আচরণ করেছেন ‘আদ জাতির সাথে?

إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ

অর্থ: ইরাম গোত্রের সাথে, যারা ছিল সুউচ্চ স্তম্ভের অধিকারী?

ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَـٰدِ

অর্থ: যার সমতুল্য কোন দেশে সৃষ্টি করা হয়নি।

وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ

অর্থ: আর সামূদ সম্প্রদায়, যারা উপত্যকায় পাথর কেটে বাড়ি ঘর নির্মাণ করেছিল?

১০

وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ

অর্থ: আর ফির‘আউন, সেনাছাউনীর অধিপতি?

১১

ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَـٰدِ

অর্থ: যারা সকল দেশে সীমা ছাড়িয়ে গিয়েছিল।

১২

فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ

অর্থ: অতঃপর তারা সেখানে বিপর্যয় বাড়িয়ে দিয়েছিল।

১৩

فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ

অর্থ: ফলে তোমার রব তাদের উপর আযাবের কশাঘাত মারলেন।

১৪

إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ

অর্থ: নিশ্চয় তোমার রব ঘাঁটিতেই।* *مرصاد অর্থ ঘাঁটি, যেখানে কোন লোক তার শত্রুর অজান্তে তার অপেক্ষায় ওঁত পেতে থাকে এবং শত্রুকে বাগে পেয়েই আক্রমণ করে। এখানে আল্লাহর ক্ষেত্রে শব্দটি সতর্ক দৃষ্টি রাখা, অর্থে ব্যবহৃত হয়েছে।

১৫

فَأَمَّا ٱلْإِنسَـٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ

অর্থ: আর মানুষ তো এমন যে, যখন তার রব তাকে পরীক্ষা করেন, অতঃপর তাকে সম্মান দান করেন এবং অনুগ্রহ প্রদান করেন, তখন সে বলে, ‘আমার রব আমাকে সম্মানিত করেছেন।

১৬

وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَـٰنَنِ

অর্থ: আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার উপর তার রিয্ককে সঙ্কুচিত করে দেন, তখন সে বলে, ‘আমার রব আমাকে অপমানিত করেছেন’।

১৭

كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ

অর্থ: কখনো নয়, বরং তোমরা ইয়াতীমদের দয়া-অনুগ্রহ প্রদর্শন কর না।

১৮

وَلَا تَحَـٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ

অর্থ: আর তোমরা মিসকীনদের খাদ্যদানে পরষ্পরকে উৎসাহিত কর না।

১৯

وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًا لَّمًّا

অর্থ: আর তোমরা উত্তরাধিকারের সম্পত্তি সম্পূর্ণরূপে ভক্ষণ কর।

২০

وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّا جَمًّا

অর্থ: আর তোমরা ধন-সম্পদকে অতিশয় ভালবাস।

২১

كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّا دَكًّا

অর্থ: কখনো নয়, যখন যমীনকে চূর্ণ-বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে।

২২

وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّا صَفًّا

অর্থ: আর তোমার রব ও ফেরেশতাগণ উপস্থিত হবেন সারিবদ্ধভাবে।

২৩

وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ

অর্থ: আর সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কী উপকারে আসবে?

২৪

يَقُولُ يَـٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى

অর্থ: সে বলবে, ‘হায়! যদি আমি কিছু আগে পাঠাতাম আমার এ জীবনের জন্য’!

২৫

فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌ

অর্থ: অতঃপর সেদিন তাঁর আযাবের মত আযাব কেউ দিতে পারবে না।

২৬

وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌ

অর্থ: আর কেউ তাঁর বাঁধার মত বাঁধতে পারবে না।

২৭

يَـٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ

অর্থ: হে প্রশান্ত আত্মা!

২৮

ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً

অর্থ: তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্টচিত্তে, সন্তোষভাজন হয়ে।

২৯

فَٱدْخُلِى فِى عِبَـٰدِى

অর্থ: অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও।

৩০

وَٱدْخُلِى جَنَّتِى

অর্থ: আর প্রবেশ কর আমার জান্নাতে।

৮৯ . আল ফাজ্‌র - (الفجر) | ভোরবেলা

makkah, মোট আয়াতঃ ৩০

١ وَٱلْفَجْرِ ٢ وَلَيَالٍ عَشْرٍ ٣ وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ ٤ وَٱلَّيْلِ إِذَا يَسْرِ ٥ هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌ لِّذِى حِجْرٍ ٦ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ ٧ إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ ٨ ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَـٰدِ ٩ وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ ١٠ وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ ١١ ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَـٰدِ ١٢ فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ ١٣ فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ ١٤ إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ ١٥ فَأَمَّا ٱلْإِنسَـٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ ١٦ وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَـٰنَنِ ١٧ كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ ١٨ وَلَا تَحَـٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ ١٩ وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًا لَّمًّا ٢٠ وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّا جَمًّا ٢١ كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّا دَكًّا ٢٢ وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّا صَفًّا ٢٣ وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ ٢٤ يَقُولُ يَـٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى ٢٥ فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌ ٢٦ وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌ ٢٧ يَـٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ ٢٨ ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً ٢٩ فَٱدْخُلِى فِى عِبَـٰدِى ٣٠ وَٱدْخُلِى جَنَّتِى