অনুবাদ
তেলাওয়াত

৮০ . আবাসা - (عبس) | তিনি ভ্রুকুটি করলেন

makkah, মোট আয়াতঃ ৪২

عَبَسَ وَتَوَلَّىٰٓ

অর্থ: সে* ভ্রকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। *মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।

أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ

অর্থ: কারণ তার কাছে অন্ধ লোকটি* আগমন করেছিল। * আবদুল্লাহ ইবনে উম্মে মাকতূম

وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ

অর্থ: আর কিসে তোমাকে জানাবে যে, সে হয়ত পরিশুদ্ধ হত।

أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ

অর্থ: অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত।

أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ

অর্থ: আর যে বেপরোয়া হয়েছে,

فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ

অর্থ: তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ।

وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ

অর্থ: অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার কোন দায়িত্ব বর্তাবে না।

وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ

অর্থ: পক্ষান্তরে যে তোমার কাছে ছুটে আসল,

وَهُوَ يَخْشَىٰ

অর্থ: আর সে ভয়ও করে,

১০

فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ

অর্থ: অথচ তুমি তার প্রতি উদাসীন হলে।

১১

كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌ

অর্থ: কখনো নয়, নিশ্চয় এটা উপদেশ বাণী।

১২

فَمَن شَآءَ ذَكَرَهُۥ

অর্থ: কাজেই যে ইচ্ছা করবে, সে তা স্মরণ রাখবে।

১৩

فِى صُحُفٍ مُّكَرَّمَةٍ

অর্থ: এটা আছে সম্মানিত সহীফাসমূহে।* *অর্থাৎ লওহে মাহফুজে।

১৪

مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍۭ

অর্থ: সমুন্নত, পবিত্র,

১৫

بِأَيْدِى سَفَرَةٍ

অর্থ: লেখকদের হাতে,

১৬

كِرَامٍۭ بَرَرَةٍ

অর্থ: যারা মহাসম্মানিত, অনুগত।

১৭

قُتِلَ ٱلْإِنسَـٰنُ مَآ أَكْفَرَهُۥ

অর্থ: মানুষ ধ্বংস হোক, সে কতইনা অকৃতজ্ঞ!

১৮

مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ

অর্থ: তিনি তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন?

১৯

مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ

অর্থ: শুক্র বিন্দু থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন। অতঃপর তাকে সুগঠিত করেছেন।

২০

ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ

অর্থ: তারপর তিনি তার পথ সহজ করে দিয়েছেন।

২১

ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ

অর্থ: তারপর তিনি তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন।

২২

ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ

অর্থ: তারপর যখন তিনি ইচ্ছা করবেন, তাকে পুনর্জীবিত করবেন।

২৩

كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ

অর্থ: কখনো নয়, তিনি তাকে যে আদেশ দিয়েছিলেন, সে এখনো তা পূর্ণ করেনি।

২৪

فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ

অর্থ: কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক।

২৫

أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّا

অর্থ: নিশ্চয় আমি প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি।

২৬

ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّا

অর্থ: তারপর যমীনকে যথাযথভাবে বিদীর্ণ করি।

২৭

فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّا

অর্থ: অতঃপর তাতে আমি উৎপন্ন করি শস্য,

২৮

وَعِنَبًا وَقَضْبًا

অর্থ: আঙ্গুর ও শাক-সবজি,

২৯

وَزَيْتُونًا وَنَخْلًا

অর্থ: যায়তূন ও খেজুর বন,

৩০

وَحَدَآئِقَ غُلْبًا

অর্থ: ঘনবৃক্ষ শোভিত বাগ-বাগিচা,

৩১

وَفَـٰكِهَةً وَأَبًّا

অর্থ: আর ফল ও তৃণগুল্ম।

৩২

مَّتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ

অর্থ: তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।

৩৩

فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ

অর্থ: অতঃপর যখন বিকট আওয়াজ* আসবে, *কিয়ামত দিবসের আওয়ায।

৩৪

يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ

অর্থ: সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,

৩৫

وَأُمِّهِۦ وَأَبِيهِ

অর্থ: তার মা ও তার বাবা থেকে,

৩৬

وَصَـٰحِبَتِهِۦ وَبَنِيهِ

অর্থ: তার স্ত্রী ও তার সন্তান-সন্ততি থেকে।

৩৭

لِكُلِّ ٱمْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ

অর্থ: সেদিন তাদের প্রত্যেকেরই একটি গুরুতর অবস্থা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।

৩৮

وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ

অর্থ: সেদিন কিছু কিছু চেহারা উজ্জ্বল হবে।

৩৯

ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ

অর্থ: সহাস্য, প্রফুল্ল।

৪০

وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ

অর্থ: আর কিছু কিছু চেহারার উপর সেদিন থাকবে মলিনতা।

৪১

تَرْهَقُهَا قَتَرَةٌ

অর্থ: কালিমা সেগুলোকে আচ্ছন্ন করবে।

৪২

أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ

অর্থ: তারাই কাফির, পাপাচারী।

৮০ . আবাসা - (عبس) | তিনি ভ্রুকুটি করলেন

makkah, মোট আয়াতঃ ৪২

١ عَبَسَ وَتَوَلَّىٰٓ ٢ أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ ٣ وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ ٤ أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ ٥ أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ ٦ فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ ٧ وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ ٨ وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ ٩ وَهُوَ يَخْشَىٰ ١٠ فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ ١١ كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌ ١٢ فَمَن شَآءَ ذَكَرَهُۥ ١٣ فِى صُحُفٍ مُّكَرَّمَةٍ ١٤ مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍۭ ١٥ بِأَيْدِى سَفَرَةٍ ١٦ كِرَامٍۭ بَرَرَةٍ ١٧ قُتِلَ ٱلْإِنسَـٰنُ مَآ أَكْفَرَهُۥ ١٨ مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ ١٩ مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ ٢٠ ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ ٢١ ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ ٢٢ ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ ٢٣ كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ ٢٤ فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ ٢٥ أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّا ٢٦ ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّا ٢٧ فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّا ٢٨ وَعِنَبًا وَقَضْبًا ٢٩ وَزَيْتُونًا وَنَخْلًا ٣٠ وَحَدَآئِقَ غُلْبًا ٣١ وَفَـٰكِهَةً وَأَبًّا ٣٢ مَّتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ ٣٣ فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ ٣٤ يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ ٣٥ وَأُمِّهِۦ وَأَبِيهِ ٣٦ وَصَـٰحِبَتِهِۦ وَبَنِيهِ ٣٧ لِكُلِّ ٱمْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ ٣٨ وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ ٣٩ ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ٤٠ وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ ٤١ تَرْهَقُهَا قَتَرَةٌ ٤٢ أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ