৮০ . আবাসা - (عبس) | তিনি ভ্রুকুটি করলেন
makkah, মোট আয়াতঃ ৪২
عَبَسَ وَتَوَلَّىٰٓ
অর্থ: সে* ভ্রকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। *মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ
অর্থ: কারণ তার কাছে অন্ধ লোকটি* আগমন করেছিল। * আবদুল্লাহ ইবনে উম্মে মাকতূম
مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
অর্থ: শুক্র বিন্দু থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন। অতঃপর তাকে সুগঠিত করেছেন।
كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ
অর্থ: কখনো নয়, তিনি তাকে যে আদেশ দিয়েছিলেন, সে এখনো তা পূর্ণ করেনি।
مَّتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ
অর্থ: তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।
لِكُلِّ ٱمْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ
অর্থ: সেদিন তাদের প্রত্যেকেরই একটি গুরুতর অবস্থা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।