অনুবাদ
তেলাওয়াত

৮৩ . আত মুত্বাফ্‌ফিফীন - (المطـفـفين) | প্রতারণা করা

makkah, মোট আয়াতঃ ৩৬

وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ

অর্থ: ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্য।

ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَ

অর্থ: যারা লোকদের কাছ থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে।

وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ

অর্থ: আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয়।

أَلَا يَظُنُّ أُو۟لَـٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ

অর্থ: তারা কি দৃঢ় বিশ্বাস করে না যে, নিশ্চয় তারা পুনরুত্থিত হবে,

لِيَوْمٍ عَظِيمٍ

অর্থ: এক মহা দিবসে ?

يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَـٰلَمِينَ

অর্থ: যেদিন মানুষ সৃষ্টিকুলের রবের জন্য দাঁড়াবে।

كَلَّآ إِنَّ كِتَـٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍ

অর্থ: কখনো নয়, নিশ্চয় পাপাচারীদের ‘আমলনামা সিজ্জীনে।* *সপ্ত যমীনের নীচে অবস্থিত একটি স্থান। পাপীদের আমলনামা সেখানে রাখা হয়।

وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌ

অর্থ: কিসে তোমাকে জানাবে ‘সিজ্জীন’ কী?

كِتَـٰبٌ مَّرْقُومٌ

অর্থ: লিখিত কিতাব।

১০

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

অর্থ: সেদিন ধ্বংস অস্বীকারকারীদের জন্য ।

১১

ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ

অর্থ: যারা প্রতিদান দিবসকে অস্বীকার করে।

১২

وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ

অর্থ: আর সকল সীমালঙ্ঘনকারী পাপাচারী ছাড়া কেউ তা অস্বীকার করে না।

১৩

إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَـٰتُنَا قَالَ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ

অর্থ: যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন সে বলে, ‘পূর্ববর্তীদের রূপকথা।’

১৪

كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ

অর্থ: কখনো নয়, বরং তারা যা অর্জন করত তা-ই তাদের অন্তরসমূহকে ঢেকে দিয়েছে।

১৫

كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ

অর্থ: কখনো নয়, নিশ্চয় সেদিন তারা তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে।

১৬

ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ

অর্থ: তারপর নিশ্চয় তারা প্রজ্জ্বলিত আগুনে প্রবেশ করবে।

১৭

ثُمَّ يُقَالُ هَـٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

অর্থ: তারপর বলা হবে, এটাই তা যা তোমরা অস্বীকার করতে।

১৮

كَلَّآ إِنَّ كِتَـٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ

অর্থ: কখনো নয়, নিশ্চয় নেককার লোকদের আমলনামা থাকবে ইল্লিয়্যীনে ।* *আমল নামা। অথবা সপ্তম আকাশে জান্নাতের নিচে অবস্থিত একটি স্থান। অথবা জান্নাতের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান।

১৯

وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ

অর্থ: কিসে তোমাকে জানাবে ‘ইল্লিয়্যীন’ কী?

২০

كِتَـٰبٌ مَّرْقُومٌ

অর্থ: লিখিত কিতাব।

২১

يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ

অর্থ: নৈকট্যপ্রাপ্তরাই তা অবলোকন করে।

২২

إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ

অর্থ: নিশ্চয় নেককাররাই থাকবে সুখ-স্বাচ্ছন্দ্যের মধ্যে।

২৩

عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ

অর্থ: সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে।

২৪

تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِ

অর্থ: তুমি তাদের চেহারাসমূহে সুখ-স্বাচ্ছন্দ্যের লাবণ্যতা দেখতে পাবে।

২৫

يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ

অর্থ: তাদেরকে সীলমোহর করা বিশুদ্ধ পানীয় থেকে পান করানো হবে।

২৬

خِتَـٰمُهُۥ مِسْكٌ ۚ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَـٰفِسُونَ

অর্থ: তার মোহর হবে মিসক। আর প্রতিযোগিতাকারীদের উচিৎ এ বিষয়ে প্রতিযোগিতা করা।

২৭

وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍ

অর্থ: আর তার মিশ্রণ হবে তাসনীম থেকে।

২৮

عَيْنًا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَ

অর্থ: তা এক প্রস্রবণ, যা থেকে নৈকট্যপ্রাপ্তরা পান করবে।

২৯

إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَ

অর্থ: নিশ্চয় যারা অপরাধ করেছে তারা মুমিনদেরকে নিয়ে হাসত।

৩০

وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَ

অর্থ: আর যখন তারা মুমিনদের পাশ দিয়ে যেত তখন তারা তাদেরকে নিয়ে চোখ টিপে বিদ্রূপ করত।

৩১

وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَ

অর্থ: আর যখন তারা পরিবার-পরিজনের কাছে ফিরে আসত তখন তারা উৎফুল্ল হয়ে ফিরে আসত।

৩২

وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَـٰٓؤُلَآءِ لَضَآلُّونَ

অর্থ: আর যখন তারা মুমিনদেরকে দেখত তখন বলত, ‘নিশ্চয় এরা পথভ্রষ্ট’।

৩৩

وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَـٰفِظِينَ

অর্থ: আর তাদেরকে তো মুমিনদের হিফাযতকারী হিসেবে পাঠানো হয়নি।

৩৪

فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَ

অর্থ: অতএব আজ মুমিনরাই কাফিরদেরকে নিয়ে হাসবে।

৩৫

عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ

অর্থ: উচ্চ আসনে বসে তারা দেখতে থাকবে।

৩৬

هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَ

অর্থ: কাফিরদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান দেয়া হল তো?

৮৩ . আত মুত্বাফ্‌ফিফীন - (المطـفـفين) | প্রতারণা করা

makkah, মোট আয়াতঃ ৩৬

١ وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ ٢ ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَ ٣ وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ ٤ أَلَا يَظُنُّ أُو۟لَـٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ ٥ لِيَوْمٍ عَظِيمٍ ٦ يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَـٰلَمِينَ ٧ كَلَّآ إِنَّ كِتَـٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍ ٨ وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌ ٩ كِتَـٰبٌ مَّرْقُومٌ ١٠ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ١١ ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ ١٢ وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ ١٣ إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَـٰتُنَا قَالَ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ ١٤ كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ ١٥ كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ ١٦ ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ ١٧ ثُمَّ يُقَالُ هَـٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ١٨ كَلَّآ إِنَّ كِتَـٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ ١٩ وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ ٢٠ كِتَـٰبٌ مَّرْقُومٌ ٢١ يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ ٢٢ إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ ٢٣ عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ ٢٤ تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِ ٢٥ يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ ٢٦ خِتَـٰمُهُۥ مِسْكٌ ۚ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَـٰفِسُونَ ٢٧ وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍ ٢٨ عَيْنًا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَ ٢٩ إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَ ٣٠ وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَ ٣١ وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَ ٣٢ وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَـٰٓؤُلَآءِ لَضَآلُّونَ ٣٣ وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَـٰفِظِينَ ٣٤ فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَ ٣٥ عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ ٣٦ هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَ