অনুবাদ
তেলাওয়াত

৯৩ . আদ দুহা - (الضـحى) | পূর্বান্হের সুর্যকিরণ

makkah, মোট আয়াতঃ ১১

وَٱلضُّحَىٰ

অর্থ: কসম পূর্বা‎‎হ্নের,

وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ

অর্থ: কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়।

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ

অর্থ: তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি।

وَلَلْـَٔاخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ

অর্থ: আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম।

وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ

অর্থ: আর অচিরেই তোমার রব তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে।

أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَـَٔاوَىٰ

অর্থ: তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।

وَوَجَدَكَ ضَآلًّا فَهَدَىٰ

অর্থ: আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়। অতঃপর তিনি পথনির্দেশ দিয়েছেন।

وَوَجَدَكَ عَآئِلًا فَأَغْنَىٰ

অর্থ: তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব। অতঃপর তিনি সমৃদ্ধ করেছেন।

فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ

অর্থ: সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না।

১০

وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ

অর্থ: আর ভিক্ষুককে তুমি ধমক দিওনা।

১১

وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ

অর্থ: আর তোমার রবের অনুগ্রহ তুমি বর্ণনা কর।

৯৩ . আদ দুহা - (الضـحى) | পূর্বান্হের সুর্যকিরণ

makkah, মোট আয়াতঃ ১১

١ وَٱلضُّحَىٰ ٢ وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ ٣ مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ٤ وَلَلْـَٔاخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ ٥ وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ ٦ أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَـَٔاوَىٰ ٧ وَوَجَدَكَ ضَآلًّا فَهَدَىٰ ٨ وَوَجَدَكَ عَآئِلًا فَأَغْنَىٰ ٩ فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ ١٠ وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ ١١ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ