অনুবাদ
তেলাওয়াত

৫৩ . আন-নাজ্‌ম - (الـنحـم) | তারা

makkah, মোট আয়াতঃ ৬২

وَٱلنَّجْمِ إِذَا هَوَىٰ

অর্থ: কসম নক্ষত্রের, যখন তা অস্ত যায়।

مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ

অর্থ: তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি এবং বিপথগামীও হয়নি।

وَمَا يَنطِقُ عَنِ ٱلْهَوَىٰٓ

অর্থ: আর সে মনগড়া কথা বলে না।

إِنْ هُوَ إِلَّا وَحْىٌ يُوحَىٰ

অর্থ: তাতো কেবল ওহী, যা তার প্রতি ওহীরূপে প্রেরণ করা হয়।

عَلَّمَهُۥ شَدِيدُ ٱلْقُوَىٰ

অর্থ: তাকে শিক্ষা দিয়েছে প্রবল শক্তিধর,

ذُو مِرَّةٍ فَٱسْتَوَىٰ

অর্থ: প্রজ্ঞার অধিকারী*। অতঃপর সে স্থির হয়েছিল, * জিবরীল।

وَهُوَ بِٱلْأُفُقِ ٱلْأَعْلَىٰ

অর্থ: তখন সে ঊর্ধ্ব দিগন্তে।

ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ

অর্থ: তারপর সে নিকটবর্তী হল, অতঃপর আরো কাছে এল।

فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ

অর্থ: তখন সে নৈকট্য ছিল দু’ ধনুকের পরিমাণ, অথবা তারও কম।

১০

فَأَوْحَىٰٓ إِلَىٰ عَبْدِهِۦ مَآ أَوْحَىٰ

অর্থ: অতঃপর তিনি তাঁর বান্দার প্রতি যা ওহী করার তা ওহী করলেন।

১১

مَا كَذَبَ ٱلْفُؤَادُ مَا رَأَىٰٓ

অর্থ: সে যা দেখেছে, অন্তকরণ সে সম্পর্কে মিথ্যা বলেনি।

১২

أَفَتُمَـٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ

অর্থ: সে যা দেখেছে, সে সম্পর্কে তোমরা কি তার সাথে বিতর্ক করবে?

১৩

وَلَقَدْ رَءَاهُ نَزْلَةً أُخْرَىٰ

অর্থ: আর সে তো তাকে* আরেকবার** দেখেছিল। * জিবরীলকে।

১৪

عِندَ سِدْرَةِ ٱلْمُنتَهَىٰ

অর্থ: সিদরাতুল মুনতাহার* নিকট। * সিদরাতুল মুনতাহা হল সপ্তম আকাশে আরশের ডান দিকে একটি কুল জাতীয় বৃক্ষ, সকল সৃষ্টির জ্ঞানের সীমার শেষ প্রান্ত। তারপর কি আছে, একমাত্র আল্লাহই জানেন।

১৫

عِندَهَا جَنَّةُ ٱلْمَأْوَىٰٓ

অর্থ: যার কাছে জান্নাতুল মা’ওয়া* অবস্থিত। * ফেরেশতা, শহীদদের রূহ ও মুত্তাকীদের অবস্থানস্থল।

১৬

إِذْ يَغْشَى ٱلسِّدْرَةَ مَا يَغْشَىٰ

অর্থ: যখন কুল গাছটিকে যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করেছিল।

১৭

مَا زَاغَ ٱلْبَصَرُ وَمَا طَغَىٰ

অর্থ: তার দৃষ্টি এদিক-সেদিক যায়নি এবং সীমাও অতিক্রম করেনি।

১৮

لَقَدْ رَأَىٰ مِنْ ءَايَـٰتِ رَبِّهِ ٱلْكُبْرَىٰٓ

অর্থ: নিশ্চয় সে তার রবের বড় বড় নিদর্শনসমূহ থেকে দেখেছে।

১৯

أَفَرَءَيْتُمُ ٱللَّـٰتَ وَٱلْعُزَّىٰ

অর্থ: তোমরা লাত ও ‘উযযা সম্পর্কে আমাকে বল’?

২০

وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلْأُخْرَىٰٓ

অর্থ: আর মানাত সম্পর্কে, যা তৃতীয় আরেকটি?

২১

أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلْأُنثَىٰ

অর্থ: তোমাদের জন্য কি পুত্র আর আল্লাহর জন্য কন্যা?

২২

تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰٓ

অর্থ: এটাতো তাহলে এক অসঙ্গত বণ্টন!

২৩

إِنْ هِىَ إِلَّآ أَسْمَآءٌ سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَـٰنٍ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهْوَى ٱلْأَنفُسُ ۖ وَلَقَدْ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلْهُدَىٰٓ

অর্থ: এগুলো কেবল কতিপয় নাম, যে নামগুলো তোমরা ও তোমাদের পিতৃপুরুষেরা রেখেছ। এ ব্যাপারে আল্লাহ কোন দলীল-প্রমাণ নাযিল করেননি। তারা তো কেবল অনুমান এবং নিজেরা যা চায়, তার অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে হিদায়াত এসেছে।

২৪

أَمْ لِلْإِنسَـٰنِ مَا تَمَنَّىٰ

অর্থ: মানুষের জন্য তা কি হয়, যা সে চায়?

২৫

فَلِلَّهِ ٱلْـَٔاخِرَةُ وَٱلْأُولَىٰ

অর্থ: বস্তুতঃ পরকাল ও ইহকাল তো আল্লাহরই।

২৬

۞ وَكَم مِّن مَّلَكٍ فِى ٱلسَّمَـٰوَٰتِ لَا تُغْنِى شَفَـٰعَتُهُمْ شَيْـًٔا إِلَّا مِنۢ بَعْدِ أَن يَأْذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرْضَىٰٓ

অর্থ: আর আসমানসমূহে অনেক ফেরেশতা রয়েছে, তাদের সুপারিশ কোনই কাজে আসবে না। তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন এবং যার প্রতি তিনি সন্তুষ্ট, তার ব্যাপারে অনুমতি দেয়ার পর।

২৭

إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ لَيُسَمُّونَ ٱلْمَلَـٰٓئِكَةَ تَسْمِيَةَ ٱلْأُنثَىٰ

অর্থ: নিশ্চয় যারা আখিরাতে বিশ্বাস করে না, তারাই ফেরেশতাদেরকে নারীবাচক নামে নামকরণ করে থাকে।

২৮

وَمَا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ ۖ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ ۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغْنِى مِنَ ٱلْحَقِّ شَيْـًٔا

অর্থ: অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞানই নেই। তারা তো কেবল অনুমানেরই অনুসরণ করে। আর নিশ্চয় অনুমান সত্যের মোকাবেলায় কোনই কাজে আসে না।

২৯

فَأَعْرِضْ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا

অর্থ: অতএব তুমি তাকে উপেক্ষা করে চল, যে আমার স্মরণ থেকে বিমুখ হয় এবং কেবল দুনিয়ার জীবনই কামনা করে।

৩০

ذَٰلِكَ مَبْلَغُهُم مِّنَ ٱلْعِلْمِ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِمَنِ ٱهْتَدَىٰ

অর্থ: এটাই তাদের জ্ঞানের শেষসীমা। নিশ্চয় তোমার রবই সবচেয়ে ভাল জানেন তার সম্পর্কে, যে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই সবচেয়ে ভাল জানেন তার সম্পর্কে, যে হিদায়াতপ্রাপ্ত হয়েছে।

৩১

وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ لِيَجْزِىَ ٱلَّذِينَ أَسَـٰٓـُٔوا۟ بِمَا عَمِلُوا۟ وَيَجْزِىَ ٱلَّذِينَ أَحْسَنُوا۟ بِٱلْحُسْنَى

অর্থ: আর আসমানসমূহে যা রয়েছে এবং যমীনে যা রয়েছে, তা আল্লাহরই। যাতে তিনি তাদের কাজের প্রতিফল দিতে পারেন যারা মন্দ কাজ করে এবং তাদেরকে তিনি উত্তম পুরস্কার দিতে পারেন যারা সৎকর্ম করে ।

৩২

ٱلَّذِينَ يَجْتَنِبُونَ كَبَـٰٓئِرَ ٱلْإِثْمِ وَٱلْفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلْمَغْفِرَةِ ۚ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ ٱلْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌ فِى بُطُونِ أُمَّهَـٰتِكُمْ ۖ فَلَا تُزَكُّوٓا۟ أَنفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ

অর্থ: যারা ছোট খাট দোষ-ত্রুটি ছাড়া বড় বড় পাপ ও অশ্লীল কার্যকলাপ থেকে বিরত থাকে, নিশ্চয় তোমার রব ক্ষমার ব্যাপারে উদার, তিনি তোমাদের ব্যাপারে সম্যক অবগত। যখন তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা তোমাদের মাতৃগর্ভে ভ্রূণরূপে ছিলে। কাজেই তোমরা আত্মপ্রশংসা করো না। কে তাকওয়া অবলম্বন করেছে, সে সম্পর্কে তিনিই সম্যক অবগত।

৩৩

أَفَرَءَيْتَ ٱلَّذِى تَوَلَّىٰ

অর্থ: তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ, যে মুখ ফিরিয়ে নেয়?

৩৪

وَأَعْطَىٰ قَلِيلًا وَأَكْدَىٰٓ

অর্থ: আর সামান্য দান করে, তারপর বন্ধ করে দেয়?

৩৫

أَعِندَهُۥ عِلْمُ ٱلْغَيْبِ فَهُوَ يَرَىٰٓ

অর্থ: তার কাছে কি আছে গায়েবের জ্ঞান যে, সে দেখছে?

৩৬

أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِى صُحُفِ مُوسَىٰ

অর্থ: নাকি মূসার কিতাবে যা আছে, সে সম্পর্কে তাকে অবহিত করা হয়নি ?

৩৭

وَإِبْرَٰهِيمَ ٱلَّذِى وَفَّىٰٓ

অর্থ: আর ইবরাহীমের কিতাবে, যে (নির্দেশ) পূর্ণ করেছিল।

৩৮

أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ

অর্থ: তা এই যে, কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না।

৩৯

وَأَن لَّيْسَ لِلْإِنسَـٰنِ إِلَّا مَا سَعَىٰ

অর্থ: আর এই যে, মানুষ যা চেষ্টা করে, তাই সে পায়।

৪০

وَأَنَّ سَعْيَهُۥ سَوْفَ يُرَىٰ

অর্থ: আর এই যে, তার প্রচেষ্টার ফল শীঘ্রই তাকে দেখানো হবে।

৪১

ثُمَّ يُجْزَىٰهُ ٱلْجَزَآءَ ٱلْأَوْفَىٰ

অর্থ: তারপর তাকে পূর্ণ প্রতিফল প্রদান করা হবে।

৪২

وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلْمُنتَهَىٰ

অর্থ: আর নিশ্চয় তোমার রবের নিকটই হলো শেষ গন্তব্য।

৪৩

وَأَنَّهُۥ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ

অর্থ: আর নিশ্চয় তিনিই হাসান এবং তিনিই কাঁদান।

৪৪

وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحْيَا

অর্থ: আর নিশ্চয় তিনিই মৃত্যু দেন এবং তিনিই জীবন দেন।

৪৫

وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰ

অর্থ: আর তিনিই যুগল সৃষ্টি করেন- পুরুষ ও নারী।

৪৬

مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰ

অর্থ: শুক্রবিন্দু থেকে যখন তা নিক্ষিপ্ত হয়।

৪৭

وَأَنَّ عَلَيْهِ ٱلنَّشْأَةَ ٱلْأُخْرَىٰ

অর্থ: আর নিশ্চয় পুনরায় সৃষ্টির দায়িত্ব তাঁর উপরই।

৪৮

وَأَنَّهُۥ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ

অর্থ: আর তিনিই অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন।

৪৯

وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعْرَىٰ

অর্থ: আর তিনিই শিরার* রব। * একটি নক্ষত্রের নাম।

৫০

وَأَنَّهُۥٓ أَهْلَكَ عَادًا ٱلْأُولَىٰ

অর্থ: আর তিনিই প্রাচীন ‘আদ জাতিকে ধ্বংস করেছেন।

৫১

وَثَمُودَا۟ فَمَآ أَبْقَىٰ

অর্থ: আর সামূদ জাতিকেও। কাউকে তিনি অবশিষ্ট রাখেন নি।

৫২

وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا۟ هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ

অর্থ: আর পূর্বে নূহের কওমকেও। নিশ্চয় তারা ছিল অতিশয় যালিম ও চরম অবাধ্য।

৫৩

وَٱلْمُؤْتَفِكَةَ أَهْوَىٰ

অর্থ: আর তিনি উল্টানো আবাসভূমিকে* নিক্ষেপ করেছিলেন। * সামূদ সম্প্রদায়ের জনপদ।

৫৪

فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ

অর্থ: অতঃপর সেটাকে আচ্ছন্ন করেছিল, যা আচ্ছন্ন করার ছিল।

৫৫

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ

অর্থ: তাহলে তুমি তোমার রবের কোন্ অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে?

৫৬

هَـٰذَا نَذِيرٌ مِّنَ ٱلنُّذُرِ ٱلْأُولَىٰٓ

অর্থ: অতীত সতর্ককারীদের মত এই নবীও একজন সতর্ককারী।

৫৭

أَزِفَتِ ٱلْـَٔازِفَةُ

অর্থ: কিয়ামত নিকটবর্তী।

৫৮

لَيْسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ

অর্থ: আল্লাহ ছাড়া কেউই তা প্রকাশ করতে সক্ষম নয়।

৫৯

أَفَمِنْ هَـٰذَا ٱلْحَدِيثِ تَعْجَبُونَ

অর্থ: তোমরা কি এ কথায় বিস্ময় বোধ করছ?

৬০

وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ

অর্থ: আর হাসছ এবং কাঁদছ না?

৬১

وَأَنتُمْ سَـٰمِدُونَ

অর্থ: আর তোমরা তো গাফিল।

৬২

فَٱسْجُدُوا۟ لِلَّهِ وَٱعْبُدُوا۟ ۩

অর্থ: সুতরাং তোমরা আল্লাহর উদ্দেশ্যে সিজদা কর এবং ইবাদাত কর।[সাজদাহ]

৫৩ . আন-নাজ্‌ম - (الـنحـم) | তারা

makkah, মোট আয়াতঃ ৬২

١ وَٱلنَّجْمِ إِذَا هَوَىٰ ٢ مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ ٣ وَمَا يَنطِقُ عَنِ ٱلْهَوَىٰٓ ٤ إِنْ هُوَ إِلَّا وَحْىٌ يُوحَىٰ ٥ عَلَّمَهُۥ شَدِيدُ ٱلْقُوَىٰ ٦ ذُو مِرَّةٍ فَٱسْتَوَىٰ ٧ وَهُوَ بِٱلْأُفُقِ ٱلْأَعْلَىٰ ٨ ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ ٩ فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ ١٠ فَأَوْحَىٰٓ إِلَىٰ عَبْدِهِۦ مَآ أَوْحَىٰ ١١ مَا كَذَبَ ٱلْفُؤَادُ مَا رَأَىٰٓ ١٢ أَفَتُمَـٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ ١٣ وَلَقَدْ رَءَاهُ نَزْلَةً أُخْرَىٰ ١٤ عِندَ سِدْرَةِ ٱلْمُنتَهَىٰ ١٥ عِندَهَا جَنَّةُ ٱلْمَأْوَىٰٓ ١٦ إِذْ يَغْشَى ٱلسِّدْرَةَ مَا يَغْشَىٰ ١٧ مَا زَاغَ ٱلْبَصَرُ وَمَا طَغَىٰ ١٨ لَقَدْ رَأَىٰ مِنْ ءَايَـٰتِ رَبِّهِ ٱلْكُبْرَىٰٓ ١٩ أَفَرَءَيْتُمُ ٱللَّـٰتَ وَٱلْعُزَّىٰ ٢٠ وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلْأُخْرَىٰٓ ٢١ أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلْأُنثَىٰ ٢٢ تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰٓ ٢٣ إِنْ هِىَ إِلَّآ أَسْمَآءٌ سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَـٰنٍ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهْوَى ٱلْأَنفُسُ ۖ وَلَقَدْ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلْهُدَىٰٓ ٢٤ أَمْ لِلْإِنسَـٰنِ مَا تَمَنَّىٰ ٢٥ فَلِلَّهِ ٱلْـَٔاخِرَةُ وَٱلْأُولَىٰ ٢٦ ۞ وَكَم مِّن مَّلَكٍ فِى ٱلسَّمَـٰوَٰتِ لَا تُغْنِى شَفَـٰعَتُهُمْ شَيْـًٔا إِلَّا مِنۢ بَعْدِ أَن يَأْذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرْضَىٰٓ ٢٧ إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ لَيُسَمُّونَ ٱلْمَلَـٰٓئِكَةَ تَسْمِيَةَ ٱلْأُنثَىٰ ٢٨ وَمَا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ ۖ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ ۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغْنِى مِنَ ٱلْحَقِّ شَيْـًٔا ٢٩ فَأَعْرِضْ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا ٣٠ ذَٰلِكَ مَبْلَغُهُم مِّنَ ٱلْعِلْمِ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِمَنِ ٱهْتَدَىٰ ٣١ وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ لِيَجْزِىَ ٱلَّذِينَ أَسَـٰٓـُٔوا۟ بِمَا عَمِلُوا۟ وَيَجْزِىَ ٱلَّذِينَ أَحْسَنُوا۟ بِٱلْحُسْنَى ٣٢ ٱلَّذِينَ يَجْتَنِبُونَ كَبَـٰٓئِرَ ٱلْإِثْمِ وَٱلْفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلْمَغْفِرَةِ ۚ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ ٱلْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌ فِى بُطُونِ أُمَّهَـٰتِكُمْ ۖ فَلَا تُزَكُّوٓا۟ أَنفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ ٣٣ أَفَرَءَيْتَ ٱلَّذِى تَوَلَّىٰ ٣٤ وَأَعْطَىٰ قَلِيلًا وَأَكْدَىٰٓ ٣٥ أَعِندَهُۥ عِلْمُ ٱلْغَيْبِ فَهُوَ يَرَىٰٓ ٣٦ أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِى صُحُفِ مُوسَىٰ ٣٧ وَإِبْرَٰهِيمَ ٱلَّذِى وَفَّىٰٓ ٣٨ أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ٣٩ وَأَن لَّيْسَ لِلْإِنسَـٰنِ إِلَّا مَا سَعَىٰ ٤٠ وَأَنَّ سَعْيَهُۥ سَوْفَ يُرَىٰ ٤١ ثُمَّ يُجْزَىٰهُ ٱلْجَزَآءَ ٱلْأَوْفَىٰ ٤٢ وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلْمُنتَهَىٰ ٤٣ وَأَنَّهُۥ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ ٤٤ وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحْيَا ٤٥ وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰ ٤٦ مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰ ٤٧ وَأَنَّ عَلَيْهِ ٱلنَّشْأَةَ ٱلْأُخْرَىٰ ٤٨ وَأَنَّهُۥ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ ٤٩ وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعْرَىٰ ٥٠ وَأَنَّهُۥٓ أَهْلَكَ عَادًا ٱلْأُولَىٰ ٥١ وَثَمُودَا۟ فَمَآ أَبْقَىٰ ٥٢ وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا۟ هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ ٥٣ وَٱلْمُؤْتَفِكَةَ أَهْوَىٰ ٥٤ فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ ٥٥ فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ ٥٦ هَـٰذَا نَذِيرٌ مِّنَ ٱلنُّذُرِ ٱلْأُولَىٰٓ ٥٧ أَزِفَتِ ٱلْـَٔازِفَةُ ٥٨ لَيْسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ ٥٩ أَفَمِنْ هَـٰذَا ٱلْحَدِيثِ تَعْجَبُونَ ٦٠ وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ ٦١ وَأَنتُمْ سَـٰمِدُونَ ٦٢ فَٱسْجُدُوا۟ لِلَّهِ وَٱعْبُدُوا۟ ۩