অনুবাদ
তেলাওয়াত

৯১ . আশ শামস - (الـشـمـس) | সূর্য

makkah, মোট আয়াতঃ ১৫

وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا

অর্থ: কসম সূর্যের ও তার কিরণের।

وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا

অর্থ: কসম চাঁদের, যখন তা সূর্যের অনুগামী হয়।

وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا

অর্থ: কসম দিবসের, যখন তা সূর্যকে প্রকাশ করে।

وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا

অর্থ: কসম রাতের, যখন তা সূর্যকে ঢেকে দেয়।

وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا

অর্থ: কসম আসমানের এবং যিনি তা বানিয়েছেন।

وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا

অর্থ: কসম যমীনের এবং যিনি তা বিস্তৃত করেছেন।

وَنَفْسٍ وَمَا سَوَّىٰهَا

অর্থ: কসম নাফ্সের এবং যিনি তা সুসম করেছেন।

فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا

অর্থ: অতঃপর তিনি তাকে অবহিত করেছেন তার পাপসমূহ ও তার তাকওয়া সম্পর্কে।

قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا

অর্থ: নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে তাকে পরিশুদ্ধ করেছে।

১০

وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا

অর্থ: এবং সে ব্যর্থ হয়েছে, যে তা (নাফস)-কে কলুষিত করেছে।

১১

كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ

অর্থ: সামূদ জাতি আপন অবাধ্যতাবশত অস্বীকার করেছিল।

১২

إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا

অর্থ: যখন তাদের সর্বাধিক হতভাগা ব্যক্তিটি তৎপর হয়ে উঠল।

১৩

فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَـٰهَا

অর্থ: তখন আল্লাহর রাসূল তাদেরকে বলেছিল, ‘আল্লাহর উষ্ট্রী ও তার পানি পান সম্পর্কে সতর্ক হও।’

১৪

فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا

অর্থ: কিন্তু তারা তাকে অস্বীকার করল এবং উষ্ট্রীকে যবেহ করল। ফলে তাদের রব তাদের অপরাধের কারণে তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন। অতঃপর তা একাকার করে দিলেন।

১৫

وَلَا يَخَافُ عُقْبَـٰهَا

অর্থ: আর তিনি এর পরিণামকে ভয় করেন না।

৯১ . আশ শামস - (الـشـمـس) | সূর্য

makkah, মোট আয়াতঃ ১৫

١ وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا ٢ وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا ٣ وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا ٤ وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا ٥ وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا ٦ وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا ٧ وَنَفْسٍ وَمَا سَوَّىٰهَا ٨ فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا ٩ قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا ١٠ وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا ١١ كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ ١٢ إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا ١٣ فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَـٰهَا ١٤ فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا ١٥ وَلَا يَخَافُ عُقْبَـٰهَا