অনুবাদ
তেলাওয়াত

৭৮ . আন্‌ নাবা - (الـنبإ) | মহাসংবাদ

makkah, মোট আয়াতঃ ৪০

عَمَّ يَتَسَآءَلُونَ

অর্থ: কোন্ বিষয় সম্পর্কে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে ?

عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ

অর্থ: মহাসংবাদটি সম্পর্কে,

ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ

অর্থ: যে বিষয়ে তারা মতভেদ করছে।

كَلَّا سَيَعْلَمُونَ

অর্থ: কখনো না, অচিরেই তারা জানতে পারবে।

ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ

অর্থ: তারপর কখনো না, তারা অচিরেই জানতে পারবে।

أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَـٰدًا

অর্থ: আমি কি বানাইনি যমীনকে শয্যা?

وَٱلْجِبَالَ أَوْتَادًا

অর্থ: আর পর্বতসমূহকে পেরেক?

وَخَلَقْنَـٰكُمْ أَزْوَٰجًا

অর্থ: আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।

وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا

অর্থ: আর আমি তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম।

১০

وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًا

অর্থ: আর আমি রাতকে করেছি আবরণ।

১১

وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًا

অর্থ: আর আমি দিনকে করেছি জীবিকার্জনের সময়।

১২

وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا

অর্থ: আর আমি তোমাদের উপরে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ।

১৩

وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا

অর্থ: আর আমি সৃষ্টি করেছি উজ্জ্বল একটি প্রদীপ।

১৪

وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًا

অর্থ: আর আমি মেঘমালা থেকে প্রচুর পানি বর্ষণ করেছি।

১৫

لِّنُخْرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا

অর্থ: যাতে তা দিয়ে আমি শস্য ও উদ্ভিদ উৎপন্ন করতে পারি।

১৬

وَجَنَّـٰتٍ أَلْفَافًا

অর্থ: আর ঘন উদ্যানসমূহ।

১৭

إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَـٰتًا

অর্থ: নিশ্চয় ফয়সালার দিন নির্ধারিত আছে।

১৮

يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا

অর্থ: সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে আসবে।

১৯

وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًا

অর্থ: আর আসমান খুলে দেয়া হবে, ফলে তা হবে বহু দ্বারবিশিষ্ট।

২০

وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا

অর্থ: আর পর্বতসমূহকে চলমান করা হবে, ফলে সেগুলো মরীচিকা হয়ে যাবে।

২১

إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا

অর্থ: নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ।

২২

لِّلطَّـٰغِينَ مَـَٔابًا

অর্থ: সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল।

২৩

لَّـٰبِثِينَ فِيهَآ أَحْقَابًا

অর্থ: সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে।

২৪

لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا

অর্থ: সেখানে তারা কোন শীতলতা আস্বাদন করবে না এবং না কোন পানীয়।

২৫

إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا

অর্থ: ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া।

২৬

جَزَآءً وِفَاقًا

অর্থ: উপযুক্ত প্রতিফলস্বরূপ।

২৭

إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًا

অর্থ: নিশ্চয় তারা হিসাবের আশা করত না।

২৮

وَكَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا كِذَّابًا

অর্থ: আর তারা আমার আয়াতসমূহকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছিল।

২৯

وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَـٰهُ كِتَـٰبًا

অর্থ: আর সব কিছুই আমি লিখিতভাবে সংরক্ষণ করেছি।

৩০

فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا

অর্থ: সুতরাং তোমরা স্বাদ গ্রহণ কর। আর আমি তো কেবল তোমাদের আযাবই বৃদ্ধি করব।

৩১

إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا

অর্থ: নিশ্চয় মুত্তাকীদের জন্য রয়েছে সফলতা।

৩২

حَدَآئِقَ وَأَعْنَـٰبًا

অর্থ: উদ্যানসমূহ ও আঙ্গুরসমূহ।

৩৩

وَكَوَاعِبَ أَتْرَابًا

অর্থ: আর সমবয়স্কা উদ্‌ভিন্ন যৌবনা তরুণী।

৩৪

وَكَأْسًا دِهَاقًا

অর্থ: আর পরিপূর্ণ পানপাত্র।

৩৫

لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّٰبًا

অর্থ: তারা সেখানে কোন অসার ও মিথ্যা কথা শুনবে না।

৩৬

جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًا

অর্থ: তোমার রবের পক্ষ থেকে প্রতিফল, যথোচিত দানস্বরূপ।

৩৭

رَّبِّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَـٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا

অর্থ: যিনি আসমানসমূহ, যমীন ও এতদোভয়ের মধ্যবর্তী সবকিছুর রব, পরম করুণাময়। তারা তাঁর সামনে কথা বলার সামর্থ্য রাখবে না।

৩৮

يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَـٰٓئِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَـٰنُ وَقَالَ صَوَابًا

অর্থ: সেদিন রূহ* ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, যাকে পরম করুণাময় অনুমতি দেবেন সে ছাড়া অন্যরা কোন কথা বলবে না। আর সে সঠিক কথাই বলবে। *হযরত জিবরীল (আঃ)।

৩৯

ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا

অর্থ: ঐ দিনটি সত্য। অতএব যে চায়, সে তার রবের নিকট আশ্রয় গ্রহণ করুক।

৪০

إِنَّآ أَنذَرْنَـٰكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَـٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا

অর্থ: নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করলাম। যেদিন মানুষ দেখতে পাবে, তার দু’হাত কী অগ্রে প্রেরণ করেছে এবং কাফির বলবে ‘হায়, আমি যদি মাটি হতাম’!

৭৮ . আন্‌ নাবা - (الـنبإ) | মহাসংবাদ

makkah, মোট আয়াতঃ ৪০

١ عَمَّ يَتَسَآءَلُونَ ٢ عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ ٣ ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ ٤ كَلَّا سَيَعْلَمُونَ ٥ ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ ٦ أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَـٰدًا ٧ وَٱلْجِبَالَ أَوْتَادًا ٨ وَخَلَقْنَـٰكُمْ أَزْوَٰجًا ٩ وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ١٠ وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًا ١١ وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًا ١٢ وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا ١٣ وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا ١٤ وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًا ١٥ لِّنُخْرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا ١٦ وَجَنَّـٰتٍ أَلْفَافًا ١٧ إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَـٰتًا ١٨ يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا ١٩ وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًا ٢٠ وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا ٢١ إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا ٢٢ لِّلطَّـٰغِينَ مَـَٔابًا ٢٣ لَّـٰبِثِينَ فِيهَآ أَحْقَابًا ٢٤ لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا ٢٥ إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا ٢٦ جَزَآءً وِفَاقًا ٢٧ إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًا ٢٨ وَكَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا كِذَّابًا ٢٩ وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَـٰهُ كِتَـٰبًا ٣٠ فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا ٣١ إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا ٣٢ حَدَآئِقَ وَأَعْنَـٰبًا ٣٣ وَكَوَاعِبَ أَتْرَابًا ٣٤ وَكَأْسًا دِهَاقًا ٣٥ لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّٰبًا ٣٦ جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًا ٣٧ رَّبِّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَـٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا ٣٨ يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَـٰٓئِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَـٰنُ وَقَالَ صَوَابًا ٣٩ ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا ٤٠ إِنَّآ أَنذَرْنَـٰكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَـٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا