অনুবাদ
তেলাওয়াত

৮৪ . আল ইন্‌শিকাক - (الانشقاق) | খন্ড-বিখন্ড করণ

makkah, মোট আয়াতঃ ২৫

إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ

অর্থ: যখন আসমান ফেটে যাবে।

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ

অর্থ: আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তার করণীয়।

وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ

অর্থ: আর যখন যমীনকে সম্প্রসারিত করা হবে।

وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ

অর্থ: আর তার মধ্যে যা রয়েছে তা নিক্ষেপ করবে এবং খালি হয়ে যাবে।

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ

অর্থ: আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তার করণীয়।

يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَـٰقِيهِ

অর্থ: হে মানুষ, তোমার রব পর্যন্ত (পৌঁছতে) অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ পাবে।

فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ

অর্থ: অতঃপর যাকে তার আমলনামা তার ডান হাতে দেয়া হবে;

فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا

অর্থ: অত্যন্ত সহজভাবেই তার হিসাব-নিকাশ করা হবে।

وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًا

অর্থ: আর সে তার পরিবার-পরিজনের কাছে আনন্দিত হয়ে ফিরে যাবে।

১০

وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ

অর্থ: আর যাকে তার আমলনামা পিঠের পেছনে দেয়া হবে,

১১

فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًا

অর্থ: অতঃপর সে ধ্বংস আহবান করতে থাকবে।

১২

وَيَصْلَىٰ سَعِيرًا

অর্থ: আর সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।

১৩

إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا

অর্থ: নিশ্চয় সে তার পরিবার-পরিজনদের মধ্যে আনন্দে ছিল।

১৪

إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ

অর্থ: নিশ্চয় সে মনে করত যে, সে কখনো ফিরে যাবে না।

১৫

بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًا

অর্থ: হ্যাঁ, নিশ্চয় তার রব তার প্রতি সম্যক দৃষ্টি দানকারী।

১৬

فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ

অর্থ: অতঃপর আমি কসম করছি পশ্চিম আকাশের লালিমার।

১৭

وَٱلَّيْلِ وَمَا وَسَقَ

অর্থ: আর রাতের কসম এবং রাত যা কিছুর সমাবেশ ঘটায় তার।

১৮

وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ

অর্থ: আর চাঁদের কসম, যখন তা পরিপূর্ণ হয়।

১৯

لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ

অর্থ: অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে।

২০

فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ

অর্থ: অতএব তাদের কী হল যে, তারা ঈমান আনছে না?

২১

وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩

অর্থ: আর যখন তাদের কাছে কুরআন তিলাওয়াত করা হয় তখন তারা সিজদা করে না।[সাজদাহ]

২২

بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ

অর্থ: বরং কাফিররা অস্বীকার করে।

২৩

وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ

অর্থ: আর তারা যা অন্তরে পোষণ করে আল্লাহ তা সবিশেষ পরিজ্ঞাত।

২৪

فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ

অর্থ: অতএব তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও।

২৫

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ

অর্থ: কিন্তু যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন প্রতিদান।

৮৪ . আল ইন্‌শিকাক - (الانشقاق) | খন্ড-বিখন্ড করণ

makkah, মোট আয়াতঃ ২৫

١ إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ ٢ وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ٣ وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ ٤ وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ ٥ وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ٦ يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَـٰقِيهِ ٧ فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ ٨ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا ٩ وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًا ١٠ وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ ١١ فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًا ١٢ وَيَصْلَىٰ سَعِيرًا ١٣ إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا ١٤ إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ ١٥ بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًا ١٦ فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ ١٧ وَٱلَّيْلِ وَمَا وَسَقَ ١٨ وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ ١٩ لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ ٢٠ فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ ٢١ وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩ ٢٢ بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ ٢٣ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ ٢٤ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ ٢٥ إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ