অনুবাদ
তেলাওয়াত

৬৯ . আল হাক্কাহ - (الـحاقّـة) | নিশ্চিত সত্য

makkah, মোট আয়াতঃ ৫২

ٱلْحَآقَّةُ

অর্থ: অবশ্যম্ভাবী ঘটনা (কিয়ামত)।

مَا ٱلْحَآقَّةُ

অর্থ: অবশ্যম্ভাবী ঘটনা কী?

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحَآقَّةُ

অর্থ: আর কিসে তোমাকে জানাবে অবশ্যম্ভাবী ঘটনা কী?

كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌۢ بِٱلْقَارِعَةِ

অর্থ: সামূদ ও ‘আদ সম্প্রদায় সজোরে আঘাতকারী (কিয়ামত)কে অস্বীকার করেছিল।

فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا۟ بِٱلطَّاغِيَةِ

অর্থ: আর সামূদ সম্প্রদায়, তাদেরকে বিকট শব্দ দ্বারা ধ্বংস করা হয়েছিল।

وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا۟ بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ

অর্থ: আর ‘আদ সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করা হয়েছিল প্রচন্ড ঠান্ডা ঝঞ্ঝাবায়ু দ্বারা।

سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَـٰنِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى ٱلْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ

অর্থ: তিনি তাদের উপর তা সাত রাত ও আট দিন বিরামহীনভাবে চাপিয়ে দিয়েছিলেন। ফলে তুমি উক্ত সম্প্রদায়কে সেখানে লুটিয়ে পড়া অবস্থায় দেখতে পেতে যেন তারা সারশূন্য খেজুর গাছের মত।

فَهَلْ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٍ

অর্থ: তারপর তুমি কি তাদের জন্য কোন অবশিষ্ট কিছু দেখতে পাও?

وَجَآءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُۥ وَٱلْمُؤْتَفِكَـٰتُ بِٱلْخَاطِئَةِ

অর্থ: আর ফির‘আউন, তার পূর্ববর্তীরা এবং উল্টে দেয়া জনপদবাসীরা পাপাচারে লিপ্ত হয়েছিল।

১০

فَعَصَوْا۟ رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَّابِيَةً

অর্থ: আর তারা তাদের রবের রাসূলকে অমান্য করেছিল। সুতরাং তিনি তাদেরকে অত্যন্ত কঠোরভাবে পাকড়াও করলেন।

১১

إِنَّا لَمَّا طَغَا ٱلْمَآءُ حَمَلْنَـٰكُمْ فِى ٱلْجَارِيَةِ

অর্থ: যখন জলোচ্ছ্বাস হল, অবশ্যই তখন আমি তোমাদেরকে নৌযানে আরোহণ করিয়েছি।

১২

لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَآ أُذُنٌ وَٰعِيَةٌ

অর্থ: একে তোমাদের নিমিত্তে উপদেশ বানানোর জন্য এবং সংরক্ষণকারী কান তা সংরক্ষণ করার জন্য।

১৩

فَإِذَا نُفِخَ فِى ٱلصُّورِ نَفْخَةٌ وَٰحِدَةٌ

অর্থ: অতঃপর যখন শিংগায় ফুঁক দেয়া হবে- একটি মাত্র ফুঁক।

১৪

وَحُمِلَتِ ٱلْأَرْضُ وَٱلْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَٰحِدَةً

অর্থ: আর যমীন ও পর্বতমালাকে সরিয়ে নেয়া হবে এবং মাত্র একটি আঘাতে এগুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে।

১৫

فَيَوْمَئِذٍ وَقَعَتِ ٱلْوَاقِعَةُ

অর্থ: ফলে সে দিন মহাঘটনা সংঘটিত হবে।

১৬

وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِىَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ

অর্থ: আর আসমান বিদীর্ণ হয়ে যাবে। ফলে সেদিন তা হয়ে যাবে দুর্বল বিক্ষিপ্ত।

১৭

وَٱلْمَلَكُ عَلَىٰٓ أَرْجَآئِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَـٰنِيَةٌ

অর্থ: ফেরেশতাগণ আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে। সেদিন তোমার রবের আরশকে আটজন ফেরেশতা তাদের উর্ধ্বে বহন করবে।

১৮

يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌ

অর্থ: সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন গোপনীয়তাই গোপন থাকবে না।

১৯

فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقْرَءُوا۟ كِتَـٰبِيَهْ

অর্থ: তখন যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে সে বলবে, ‘নাও, আমার আমলনামা পড়ে দেখ’।

২০

إِنِّى ظَنَنتُ أَنِّى مُلَـٰقٍ حِسَابِيَهْ

অর্থ: ‘আমার দৃঢ় বিশ্বাস ছিল যে, আমি আমার হিসাবের সম্মুখীন হব’।

২১

فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ

অর্থ: সুতরাং সে সন্তোষজনক জীবনে থাকবে।

২২

فِى جَنَّةٍ عَالِيَةٍ

অর্থ: সুউচ্চ জান্নাতে,

২৩

قُطُوفُهَا دَانِيَةٌ

অর্থ: তার ফলসমূহ নিকটবর্তী থাকবে।

২৪

كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَآ أَسْلَفْتُمْ فِى ٱلْأَيَّامِ ٱلْخَالِيَةِ

অর্থ: (বলা হবে,) ‘বিগত দিনসমূহে তোমরা যা অগ্রে প্রেরণ করেছ তার বিনিময়ে তোমরা তৃপ্তি সহকারে খাও ও পান কর’।

২৫

وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَـٰلَيْتَنِى لَمْ أُوتَ كِتَـٰبِيَهْ

অর্থ: কিন্তু যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে সে বলবে, ‘হায়, আমাকে যদি আমার আমলনামা দেয়া না হত’!

২৬

وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ

অর্থ: ‘আর যদি আমি না জানতাম আমার হিসাব’!

২৭

يَـٰلَيْتَهَا كَانَتِ ٱلْقَاضِيَةَ

অর্থ: ‘হায়, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হত’!

২৮

مَآ أَغْنَىٰ عَنِّى مَالِيَهْ ۜ

অর্থ: ‘আমার সম্পদ আমার কোন কাজেই আসল না!’

২৯

هَلَكَ عَنِّى سُلْطَـٰنِيَهْ

অর্থ: ‘আমার ক্ষমতাও আমার থেকে চলে গেল!

৩০

خُذُوهُ فَغُلُّوهُ

অর্থ: (বলা হবে,) ‘তাকে ধর অতঃপর তাকে বেড়ি পরিয়ে দাও।’

৩১

ثُمَّ ٱلْجَحِيمَ صَلُّوهُ

অর্থ: ‘তারপর তাকে তোমরা নিক্ষেপ কর জাহান্নামে’।

৩২

ثُمَّ فِى سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَٱسْلُكُوهُ

অর্থ: ‘তারপর তাকে বাঁধ এমন এক শেকলে যার দৈর্ঘ্য হবে সত্তর হাত।’

৩৩

إِنَّهُۥ كَانَ لَا يُؤْمِنُ بِٱللَّهِ ٱلْعَظِيمِ

অর্থ: সে তো মহান আল্লাহর প্রতি ঈমান পোষণ করত না,

৩৪

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ

অর্থ: আর মিসকীনকে খাদ্যদানে উৎসাহিত করত না।

৩৫

فَلَيْسَ لَهُ ٱلْيَوْمَ هَـٰهُنَا حَمِيمٌ

অর্থ: অতএব আজ এখানে তার কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না।

৩৬

وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ

অর্থ: আর ক্ষত-নিংসৃত পূঁজ ছাড়া কোন খাদ্য থাকবে না,

৩৭

لَّا يَأْكُلُهُۥٓ إِلَّا ٱلْخَـٰطِـُٔونَ

অর্থ: অপরাধীরাই শুধু তা খাবে।

৩৮

فَلَآ أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ

অর্থ: অতএব তোমরা যা দেখছ, আমি তার কসম করছি।

৩৯

وَمَا لَا تُبْصِرُونَ

অর্থ: আর যা তোমরা দেখছ না তারও,

৪০

إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ

অর্থ: নিশ্চয়ই এটি এক সম্মানিত রাসূলের বাণী।

৪১

وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ۚ قَلِيلًا مَّا تُؤْمِنُونَ

অর্থ: আর এটি কোন কবির কথা নয়। তোমরা কমই বিশ্বাস কর।

৪২

وَلَا بِقَوْلِ كَاهِنٍ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ

অর্থ: আর কোন গণকের কথাও নয়। তোমরা কমই উপদেশ গ্রহণ কর।

৪৩

تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَـٰلَمِينَ

অর্থ: এটি সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাযিলকৃত।

৪৪

وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ ٱلْأَقَاوِيلِ

অর্থ: যদি সে আমার নামে কোন মিথ্যা রচনা করত,

৪৫

لَأَخَذْنَا مِنْهُ بِٱلْيَمِينِ

অর্থ: তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম।

৪৬

ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ ٱلْوَتِينَ

অর্থ: তারপর অবশ্যই আমি তার হৃদপিন্ডের শিরা কেটে ফেলতাম।

৪৭

فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَـٰجِزِينَ

অর্থ: অতঃপর তোমাদের মধ্যে কেউই তাকে রক্ষা করার থাকত না।

৪৮

وَإِنَّهُۥ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ

অর্থ: আর এটিতো মুত্তাকীদের জন্য এক নিশ্চিত উপদেশ।

৪৯

وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ

অর্থ: আর আমি অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে কতক রয়েছে মিথ্যারোপকারী।

৫০

وَإِنَّهُۥ لَحَسْرَةٌ عَلَى ٱلْكَـٰفِرِينَ

অর্থ: আর এটি নিশ্চয় কাফিরদের জন্য এক নিশ্চিত অনুশোচনার কারণ।

৫১

وَإِنَّهُۥ لَحَقُّ ٱلْيَقِينِ

অর্থ: আর নিশ্চয় এটি সুনিশ্চিত সত্য।

৫২

فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ

অর্থ: অতএব তুমি তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ কর।

৬৯ . আল হাক্কাহ - (الـحاقّـة) | নিশ্চিত সত্য

makkah, মোট আয়াতঃ ৫২

١ ٱلْحَآقَّةُ ٢ مَا ٱلْحَآقَّةُ ٣ وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحَآقَّةُ ٤ كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌۢ بِٱلْقَارِعَةِ ٥ فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا۟ بِٱلطَّاغِيَةِ ٦ وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا۟ بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ ٧ سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَـٰنِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى ٱلْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ ٨ فَهَلْ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٍ ٩ وَجَآءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُۥ وَٱلْمُؤْتَفِكَـٰتُ بِٱلْخَاطِئَةِ ١٠ فَعَصَوْا۟ رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَّابِيَةً ١١ إِنَّا لَمَّا طَغَا ٱلْمَآءُ حَمَلْنَـٰكُمْ فِى ٱلْجَارِيَةِ ١٢ لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَآ أُذُنٌ وَٰعِيَةٌ ١٣ فَإِذَا نُفِخَ فِى ٱلصُّورِ نَفْخَةٌ وَٰحِدَةٌ ١٤ وَحُمِلَتِ ٱلْأَرْضُ وَٱلْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَٰحِدَةً ١٥ فَيَوْمَئِذٍ وَقَعَتِ ٱلْوَاقِعَةُ ١٦ وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِىَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ ١٧ وَٱلْمَلَكُ عَلَىٰٓ أَرْجَآئِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَـٰنِيَةٌ ١٨ يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌ ١٩ فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقْرَءُوا۟ كِتَـٰبِيَهْ ٢٠ إِنِّى ظَنَنتُ أَنِّى مُلَـٰقٍ حِسَابِيَهْ ٢١ فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ ٢٢ فِى جَنَّةٍ عَالِيَةٍ ٢٣ قُطُوفُهَا دَانِيَةٌ ٢٤ كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَآ أَسْلَفْتُمْ فِى ٱلْأَيَّامِ ٱلْخَالِيَةِ ٢٥ وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَـٰلَيْتَنِى لَمْ أُوتَ كِتَـٰبِيَهْ ٢٦ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ ٢٧ يَـٰلَيْتَهَا كَانَتِ ٱلْقَاضِيَةَ ٢٨ مَآ أَغْنَىٰ عَنِّى مَالِيَهْ ۜ ٢٩ هَلَكَ عَنِّى سُلْطَـٰنِيَهْ ٣٠ خُذُوهُ فَغُلُّوهُ ٣١ ثُمَّ ٱلْجَحِيمَ صَلُّوهُ ٣٢ ثُمَّ فِى سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَٱسْلُكُوهُ ٣٣ إِنَّهُۥ كَانَ لَا يُؤْمِنُ بِٱللَّهِ ٱلْعَظِيمِ ٣٤ وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ ٣٥ فَلَيْسَ لَهُ ٱلْيَوْمَ هَـٰهُنَا حَمِيمٌ ٣٦ وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ ٣٧ لَّا يَأْكُلُهُۥٓ إِلَّا ٱلْخَـٰطِـُٔونَ ٣٨ فَلَآ أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ ٣٩ وَمَا لَا تُبْصِرُونَ ٤٠ إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ ٤١ وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ۚ قَلِيلًا مَّا تُؤْمِنُونَ ٤٢ وَلَا بِقَوْلِ كَاهِنٍ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ ٤٣ تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَـٰلَمِينَ ٤٤ وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ ٱلْأَقَاوِيلِ ٤٥ لَأَخَذْنَا مِنْهُ بِٱلْيَمِينِ ٤٦ ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ ٱلْوَتِينَ ٤٧ فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَـٰجِزِينَ ٤٨ وَإِنَّهُۥ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ ٤٩ وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ ٥٠ وَإِنَّهُۥ لَحَسْرَةٌ عَلَى ٱلْكَـٰفِرِينَ ٥١ وَإِنَّهُۥ لَحَقُّ ٱلْيَقِينِ ٥٢ فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ