অনুবাদ
তেলাওয়াত

১০১ . আল ক্বারিয়াহ্‌ - (الـقارعـة) | মহাসংকট

makkah, মোট আয়াতঃ ১১

ٱلْقَارِعَةُ

অর্থ: মহাভীতিপ্রদ শব্দ।

مَا ٱلْقَارِعَةُ

অর্থ: মহাভীতিপ্রদ শব্দ কী?

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ

অর্থ: তোমাকে কিসে জানাবে মহা ভীতিপ্রদ শব্দ কী?

يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ

অর্থ: যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত,

وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ

অর্থ: আর পর্বতরাজি হবে ধুনা রঙিন পশমের মত।

فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ

অর্থ: অতঃপর যার পাল্লা ভারী হবে,

فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ

অর্থ: সে থাকবে সন্তোষজনক জীবনে;

وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ

অর্থ: আর যার পাল্লা হালকা হবে,

فَأُمُّهُۥ هَاوِيَةٌ

অর্থ: তার আবাস হবে হাবিয়া।

১০

وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ

অর্থ: আর তোমাকে কিসে জানাবে হাবিয়া কী?

১১

نَارٌ حَامِيَةٌۢ

অর্থ: প্রজ্জ্বলিত অগ্নি।

১০১ . আল ক্বারিয়াহ্‌ - (الـقارعـة) | মহাসংকট

makkah, মোট আয়াতঃ ১১

١ ٱلْقَارِعَةُ ٢ مَا ٱلْقَارِعَةُ ٣ وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ ٤ يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ ٥ وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ ٦ فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ ٧ فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ ٨ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ ٩ فَأُمُّهُۥ هَاوِيَةٌ ١٠ وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ ١١ نَارٌ حَامِيَةٌۢ