অনুবাদ
তেলাওয়াত

১০৭ . আল মাঊন - (المـاعون) | সাহায্য-সহায়তা

makkah, মোট আয়াতঃ ৭

أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ

অর্থ: তুমি কি তাকে দেখেছ, যে হিসাব-প্রতিদানকে অস্বীকার করে?

فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ

অর্থ: সে-ই ইয়াতীমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়,

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ

অর্থ: আর মিসকীনকে খাদ্যদানে উৎসাহ দেয় না।

فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ

অর্থ: অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ,

ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ

অর্থ: যারা নিজদের সালাতে অমনোযোগী,

ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ

অর্থ: যারা লোক দেখানোর জন্য তা করে,

وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ

অর্থ: এবং ছোট-খাট গৃহসামগ্রী* দানে নিষেধ করে। *ماعون গৃহস্থালীর ছোট-খাট সামগ্রী। যেমন, পানি, লবণ, দিয়াশলাই, বালতি ইত্যাদি।

১০৭ . আল মাঊন - (المـاعون) | সাহায্য-সহায়তা

makkah, মোট আয়াতঃ ৭

١ أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ ٢ فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ ٣ وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ ٤ فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ ٥ ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ ٦ ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ ٧ وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ