অনুবাদ
তেলাওয়াত

৯০ . আল বালাদ - (الـبلد) | নগর

makkah, মোট আয়াতঃ ২০

لَآ أُقْسِمُ بِهَـٰذَا ٱلْبَلَدِ

অর্থ: আমি কসম করছি এই নগরীর।

وَأَنتَ حِلٌّۢ بِهَـٰذَا ٱلْبَلَدِ

অর্থ: আর তুমি এই নগরীতে মুক্ত।

وَوَالِدٍ وَمَا وَلَدَ

অর্থ: কসম জনকের এবং যা সে জন্ম দেয়।

لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِى كَبَدٍ

অর্থ: নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট- ক্লেশের মধ্যে।

أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ

অর্থ: সে কি ধারণা করছে যে, কেউ কখনো তার উপর ক্ষমতাবান হবে না?

يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا

অর্থ: সে বলে, ‘আমি প্রচুর ধন-সম্পদ নিঃশেষ করেছি’।

أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ

অর্থ: সে কি ধারণা করছে যে, কেউ তাকে দেখেনি?

أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ

অর্থ: আমি কি তার জন্য দু’টি চোখ বানাইনি?

وَلِسَانًا وَشَفَتَيْنِ

অর্থ: আর একটি জিহবা ও দু’টি ঠোঁট?

১০

وَهَدَيْنَـٰهُ ٱلنَّجْدَيْنِ

অর্থ: আর আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।

১১

فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ

অর্থ: তবে সে বন্ধুর গিরিপথটি অতিক্রম করতে সচেষ্ট হয়নি।

১২

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ

অর্থ: আর কিসে তোমাকে জানাবে, বন্ধুর গিরিপথটি কী?

১৩

فَكُّ رَقَبَةٍ

অর্থ: তা হচ্ছে, দাস মুক্তকরণ।

১৪

أَوْ إِطْعَـٰمٌ فِى يَوْمٍ ذِى مَسْغَبَةٍ

অর্থ: অথবা খাদ্য দান করা দুর্ভিক্ষের দিনে।

১৫

يَتِيمًا ذَا مَقْرَبَةٍ

অর্থ: ইয়াতীম আত্মীয়-স্বজনকে।

১৬

أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ

অর্থ: অথবা ধূলি-মলিন মিসকীনকে।

১৭

ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ

অর্থ: অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, যারা ঈমান এনেছে এবং পরস্পরকে উপদেশ দেয় ধৈর্যধারণের, আর পরস্পরকে উপদেশ দেয় দয়া-অনুগ্রহের।

১৮

أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ

অর্থ: তারাই সৌভাগ্যবান।

১৯

وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَـٰتِنَا هُمْ أَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ

অর্থ: আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই দুর্ভাগা।

২০

عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌۢ

অর্থ: তাদের উপর থাকবে অবরুদ্ধ আগুন।

৯০ . আল বালাদ - (الـبلد) | নগর

makkah, মোট আয়াতঃ ২০

١ لَآ أُقْسِمُ بِهَـٰذَا ٱلْبَلَدِ ٢ وَأَنتَ حِلٌّۢ بِهَـٰذَا ٱلْبَلَدِ ٣ وَوَالِدٍ وَمَا وَلَدَ ٤ لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِى كَبَدٍ ٥ أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ ٦ يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا ٧ أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ ٨ أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ ٩ وَلِسَانًا وَشَفَتَيْنِ ١٠ وَهَدَيْنَـٰهُ ٱلنَّجْدَيْنِ ١١ فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ ١٢ وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ ١٣ فَكُّ رَقَبَةٍ ١٤ أَوْ إِطْعَـٰمٌ فِى يَوْمٍ ذِى مَسْغَبَةٍ ١٥ يَتِيمًا ذَا مَقْرَبَةٍ ١٦ أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ ١٧ ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ ١٨ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ ١٩ وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَـٰتِنَا هُمْ أَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ ٢٠ عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌۢ