অনুবাদ
তেলাওয়াত

১০০ . আল আদিয়াত - (الـعاديات) | অভিযানকারী

makkah, মোট আয়াতঃ ১১

وَٱلْعَـٰدِيَـٰتِ ضَبْحًا

অর্থ: কসম ঊর্ধশ্বাসে ছুটে যাওয়া অশ্বরাজির,

فَٱلْمُورِيَـٰتِ قَدْحًا

অর্থ: অতঃপর যারা ক্ষুরাঘাতে অগ্নি-স্ফূলিঙ্গ ছড়ায়,

فَٱلْمُغِيرَٰتِ صُبْحًا

অর্থ: অতঃপর যারা প্রত্যুষে হানা দেয়,

فَأَثَرْنَ بِهِۦ نَقْعًا

অর্থ: অতঃপর সে তা দ্বারা ধুলি উড়ায়,

فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا

অর্থ: অতঃপর এর দ্বারা শত্রুদলের ভেতরে ঢুকে পড়ে;

إِنَّ ٱلْإِنسَـٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌ

অর্থ: নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।

وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ

অর্থ: আর নিশ্চয় সে এর উপর (স্বয়ং) সাক্ষী হয়।

وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ

অর্থ: আর নিশ্চয় ধন-সম্পদের লোভে সে প্রবল।

۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ

অর্থ: তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে?

১০

وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ

অর্থ: আর অন্তরে যা আছে তা প্রকাশিত হবে।

১১

إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌۢ

অর্থ: নিশ্চয় তোমার রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত।

১০০ . আল আদিয়াত - (الـعاديات) | অভিযানকারী

makkah, মোট আয়াতঃ ১১

١ وَٱلْعَـٰدِيَـٰتِ ضَبْحًا ٢ فَٱلْمُورِيَـٰتِ قَدْحًا ٣ فَٱلْمُغِيرَٰتِ صُبْحًا ٤ فَأَثَرْنَ بِهِۦ نَقْعًا ٥ فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا ٦ إِنَّ ٱلْإِنسَـٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌ ٧ وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ ٨ وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ ٩ ۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ ١٠ وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ ١١ إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌۢ