অনুবাদ
তেলাওয়াত

৭৪ . আল মুদ্দাছ্‌ছির - (الـمّـدّثّـر) | পোশাক পরিহিত

makkah, মোট আয়াতঃ ৫৬

يَـٰٓأَيُّهَا ٱلْمُدَّثِّرُ

অর্থ: হে বস্ত্রাবৃত!

قُمْ فَأَنذِرْ

অর্থ: উঠ, অতঃপর সতর্ক কর।

وَرَبَّكَ فَكَبِّرْ

অর্থ: আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।

وَثِيَابَكَ فَطَهِّرْ

অর্থ: আর তোমার পোশাক-পরিচ্ছদ পবিত্র কর।

وَٱلرُّجْزَ فَٱهْجُرْ

অর্থ: আর অপবিত্রতা বর্জন কর।

وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ

অর্থ: আর অধিক পাওয়ার আশায় দান করো না।

وَلِرَبِّكَ فَٱصْبِرْ

অর্থ: আর তোমার রবের জন্যই ধৈর্যধারণ কর।

فَإِذَا نُقِرَ فِى ٱلنَّاقُورِ

অর্থ: অতঃপর যখন শিঙ্গায় ফুঁক দেয়া হবে,

فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ

অর্থ: আর সেদিন হবে কঠিন দিন।

১০

عَلَى ٱلْكَـٰفِرِينَ غَيْرُ يَسِيرٍ

অর্থ: কাফিরদের জন্য সহজ নয়।

১১

ذَرْنِى وَمَنْ خَلَقْتُ وَحِيدًا

অর্থ: আমাকে এবং যাকে আমি সৃষ্টি করেছি তাকে একাকী ছেড়ে দাও।

১২

وَجَعَلْتُ لَهُۥ مَالًا مَّمْدُودًا

অর্থ: আর আমি তাকে দিয়েছি অঢেল সম্পদ,

১৩

وَبَنِينَ شُهُودًا

অর্থ: আর উপস্থিত অনেক পুত্র।

১৪

وَمَهَّدتُّ لَهُۥ تَمْهِيدًا

অর্থ: আর তার জন্য (জীবনকে) সুগম স্বাচ্ছন্দ্যময় করেছি।

১৫

ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ

অর্থ: এসবের পরেও সে আকাংখা করে যে, আমি আরো বাড়িয়ে দেই।

১৬

كَلَّآ ۖ إِنَّهُۥ كَانَ لِـَٔايَـٰتِنَا عَنِيدًا

অর্থ: কখনো নয়, নিশ্চয় সে ছিল আমার নিদর্শনাবলীর বিরুদ্ধাচারী।

১৭

سَأُرْهِقُهُۥ صَعُودًا

অর্থ: অচিরেই আমি তাকে জাহান্নামের পিচ্ছিল পাথরে আরোহণ করতে বাধ্য করব।

১৮

إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ

অর্থ: নিশ্চয় সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত গ্রহণ করল।

১৯

فَقُتِلَ كَيْفَ قَدَّرَ

অর্থ: অতঃপর সে ধ্বংস হোক! কীভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করল?

২০

ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ

অর্থ: তারপর সে ধ্বংস হোক! কীভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করল?

২১

ثُمَّ نَظَرَ

অর্থ: তারপর সে তাকাল।

২২

ثُمَّ عَبَسَ وَبَسَرَ

অর্থ: তারপর সে ভ্রূকুঞ্চিত করল এবং মুখ বিকৃত করল।

২৩

ثُمَّ أَدْبَرَ وَٱسْتَكْبَرَ

অর্থ: তারপর সে পিছনে ফিরল এবং অহংকার করল।

২৪

فَقَالَ إِنْ هَـٰذَآ إِلَّا سِحْرٌ يُؤْثَرُ

অর্থ: অতঃপর সে বলল, ‘এ তো লোক পরম্পরায়প্রাপ্ত যাদু ছাড়া আর কিছুই নয়’।

২৫

إِنْ هَـٰذَآ إِلَّا قَوْلُ ٱلْبَشَرِ

অর্থ: ‘এটা তো মানুষের কথামাত্র’।

২৬

سَأُصْلِيهِ سَقَرَ

অর্থ: অচিরেই আমি তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাব।

২৭

وَمَآ أَدْرَىٰكَ مَا سَقَرُ

অর্থ: কিসে তোমাকে জানাবে জাহান্নামের আগুন কী?

২৮

لَا تُبْقِى وَلَا تَذَرُ

অর্থ: এটা অবশিষ্টও রাখবে না এবং ছেড়েও দেবে না।

২৯

لَوَّاحَةٌ لِّلْبَشَرِ

অর্থ: চামড়াকে দগ্ধ করে কালো করে দেবে।

৩০

عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ

অর্থ: তার উপর রয়েছে ঊনিশজন (প্রহরী)।

৩১

وَمَا جَعَلْنَآ أَصْحَـٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَـٰٓئِكَةً ۙ وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا۟ لِيَسْتَيْقِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ وَيَزْدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِيمَـٰنًا ۙ وَلَا يَرْتَابَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ وَٱلْمُؤْمِنُونَ ۙ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ وَٱلْكَـٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَـٰذَا مَثَلًا ۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۚ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ ۚ وَمَا هِىَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِ

অর্থ: আর আমি ফেরেশতাদেরকেই জাহান্নামের তত্ত্বাবধায়ক বানিয়েছি। আর কাফিরদের জন্য পরীক্ষাস্বরূপ আমি তাদের সংখ্যা নির্ধারণ করেছি। যাতে কিতাবপ্রাপ্তরা দৃঢ়ভাবে বিশ্বাস করে; আর মুমিনদের ঈমান বেড়ে যায় এবং কিতাবপ্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ পোষণ না করে। আর যেন যাদের অন্তরে রোগ আছে তারা এবং অবশিষ্টরা বলে, এরূপ উপমা দ্বারা আল্লাহ কী ইচ্ছা করেছেন? এভাবেই আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন। আর তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানেন না। আর এ হচ্ছে মানুষের জন্য উপদেশমাত্র।

৩২

كَلَّا وَٱلْقَمَرِ

অর্থ: কখনো নয়, চাঁদের কসম!

৩৩

وَٱلَّيْلِ إِذْ أَدْبَرَ

অর্থ: রাতের কসম, যখন তা সরে চলে যায়,

৩৪

وَٱلصُّبْحِ إِذَآ أَسْفَرَ

অর্থ: প্রভাতের কসম, যখন তা উদ্ভাসিত হয়।

৩৫

إِنَّهَا لَإِحْدَى ٱلْكُبَرِ

অর্থ: নিশ্চয় জাহান্নাম মহাবিপদসমূহের অন্যতম।

৩৬

نَذِيرًا لِّلْبَشَرِ

অর্থ: মানুষের জন্য সতর্ককারীস্বরূপ।

৩৭

لِمَن شَآءَ مِنكُمْ أَن يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ

অর্থ: তোমাদের মধ্যে যে চায় অগ্রসর হতে অথবা পিছিয়ে থাকতে, তার জন্য।

৩৮

كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ

অর্থ: প্রতিটি প্রাণ নিজ অর্জনের কারণে দায়বদ্ধ।

৩৯

إِلَّآ أَصْحَـٰبَ ٱلْيَمِينِ

অর্থ: কিন্তু ডান দিকের লোকেরা নয়,

৪০

فِى جَنَّـٰتٍ يَتَسَآءَلُونَ

অর্থ: বাগ-বাগিচার মধ্যে তারা একে অপরকে জিজ্ঞাসা করবে,

৪১

عَنِ ٱلْمُجْرِمِينَ

অর্থ: অপরাধীদের সম্পর্কে,

৪২

مَا سَلَكَكُمْ فِى سَقَرَ

অর্থ: কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাল?

৪৩

قَالُوا۟ لَمْ نَكُ مِنَ ٱلْمُصَلِّينَ

অর্থ: তারা বলবে, ‘আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না’।

৪৪

وَلَمْ نَكُ نُطْعِمُ ٱلْمِسْكِينَ

অর্থ: ‘আর আমরা অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না’।

৪৫

وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلْخَآئِضِينَ

অর্থ: ‘আর আমরা অনর্থক আলাপকারীদের সাথে (বেহুদা আলাপে) মগ্ন থাকতাম’।

৪৬

وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ ٱلدِّينِ

অর্থ: ‘আর আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম’।

৪৭

حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلْيَقِينُ

অর্থ: 'অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে'।

৪৮

فَمَا تَنفَعُهُمْ شَفَـٰعَةُ ٱلشَّـٰفِعِينَ

অর্থ: অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকার করবে না।

৪৯

فَمَا لَهُمْ عَنِ ٱلتَّذْكِرَةِ مُعْرِضِينَ

অর্থ: আর তাদের কী হয়েছে যে, তারা উপদেশ বাণী হতে বিমুখ?

৫০

كَأَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنفِرَةٌ

অর্থ: তারা যেন ভীত-সন্ত্রস্ত হয়ে পলায়নরত বন্য গাধা।

৫১

فَرَّتْ مِن قَسْوَرَةٍۭ

অর্থ: যারা সিংহের ভয়ে পলায়ন করেছে।

৫২

بَلْ يُرِيدُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُؤْتَىٰ صُحُفًا مُّنَشَّرَةً

অর্থ: বরং তাদের মধ্যকার প্রত্যেক ব্যক্তিই কামনা করে যে তাকে উন্মুক্ত গ্রন্থ প্রদান করা হোক।

৫৩

كَلَّا ۖ بَل لَّا يَخَافُونَ ٱلْـَٔاخِرَةَ

অর্থ: কখনও নয়! বরং তারা আখিরাতকে ভয় করে না।

৫৪

كَلَّآ إِنَّهُۥ تَذْكِرَةٌ

অর্থ: কখনও নয়! এটিতো উপদেশ মাত্র।

৫৫

فَمَن شَآءَ ذَكَرَهُۥ

অর্থ: অতএব যার ইচ্ছা সে তা থেকে উপদেশ গ্রহণ করুক।

৫৬

وَمَا يَذْكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ ۚ هُوَ أَهْلُ ٱلتَّقْوَىٰ وَأَهْلُ ٱلْمَغْفِرَةِ

অর্থ: আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করতে পারে না। তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।

৭৪ . আল মুদ্দাছ্‌ছির - (الـمّـدّثّـر) | পোশাক পরিহিত

makkah, মোট আয়াতঃ ৫৬

١ يَـٰٓأَيُّهَا ٱلْمُدَّثِّرُ ٢ قُمْ فَأَنذِرْ ٣ وَرَبَّكَ فَكَبِّرْ ٤ وَثِيَابَكَ فَطَهِّرْ ٥ وَٱلرُّجْزَ فَٱهْجُرْ ٦ وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ ٧ وَلِرَبِّكَ فَٱصْبِرْ ٨ فَإِذَا نُقِرَ فِى ٱلنَّاقُورِ ٩ فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ ١٠ عَلَى ٱلْكَـٰفِرِينَ غَيْرُ يَسِيرٍ ١١ ذَرْنِى وَمَنْ خَلَقْتُ وَحِيدًا ١٢ وَجَعَلْتُ لَهُۥ مَالًا مَّمْدُودًا ١٣ وَبَنِينَ شُهُودًا ١٤ وَمَهَّدتُّ لَهُۥ تَمْهِيدًا ١٥ ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ ١٦ كَلَّآ ۖ إِنَّهُۥ كَانَ لِـَٔايَـٰتِنَا عَنِيدًا ١٧ سَأُرْهِقُهُۥ صَعُودًا ١٨ إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ ١٩ فَقُتِلَ كَيْفَ قَدَّرَ ٢٠ ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ ٢١ ثُمَّ نَظَرَ ٢٢ ثُمَّ عَبَسَ وَبَسَرَ ٢٣ ثُمَّ أَدْبَرَ وَٱسْتَكْبَرَ ٢٤ فَقَالَ إِنْ هَـٰذَآ إِلَّا سِحْرٌ يُؤْثَرُ ٢٥ إِنْ هَـٰذَآ إِلَّا قَوْلُ ٱلْبَشَرِ ٢٦ سَأُصْلِيهِ سَقَرَ ٢٧ وَمَآ أَدْرَىٰكَ مَا سَقَرُ ٢٨ لَا تُبْقِى وَلَا تَذَرُ ٢٩ لَوَّاحَةٌ لِّلْبَشَرِ ٣٠ عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ ٣١ وَمَا جَعَلْنَآ أَصْحَـٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَـٰٓئِكَةً ۙ وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا۟ لِيَسْتَيْقِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ وَيَزْدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِيمَـٰنًا ۙ وَلَا يَرْتَابَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ وَٱلْمُؤْمِنُونَ ۙ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ وَٱلْكَـٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَـٰذَا مَثَلًا ۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۚ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ ۚ وَمَا هِىَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِ ٣٢ كَلَّا وَٱلْقَمَرِ ٣٣ وَٱلَّيْلِ إِذْ أَدْبَرَ ٣٤ وَٱلصُّبْحِ إِذَآ أَسْفَرَ ٣٥ إِنَّهَا لَإِحْدَى ٱلْكُبَرِ ٣٦ نَذِيرًا لِّلْبَشَرِ ٣٧ لِمَن شَآءَ مِنكُمْ أَن يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ ٣٨ كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ ٣٩ إِلَّآ أَصْحَـٰبَ ٱلْيَمِينِ ٤٠ فِى جَنَّـٰتٍ يَتَسَآءَلُونَ ٤١ عَنِ ٱلْمُجْرِمِينَ ٤٢ مَا سَلَكَكُمْ فِى سَقَرَ ٤٣ قَالُوا۟ لَمْ نَكُ مِنَ ٱلْمُصَلِّينَ ٤٤ وَلَمْ نَكُ نُطْعِمُ ٱلْمِسْكِينَ ٤٥ وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلْخَآئِضِينَ ٤٦ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ ٱلدِّينِ ٤٧ حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلْيَقِينُ ٤٨ فَمَا تَنفَعُهُمْ شَفَـٰعَةُ ٱلشَّـٰفِعِينَ ٤٩ فَمَا لَهُمْ عَنِ ٱلتَّذْكِرَةِ مُعْرِضِينَ ٥٠ كَأَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنفِرَةٌ ٥١ فَرَّتْ مِن قَسْوَرَةٍۭ ٥٢ بَلْ يُرِيدُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُؤْتَىٰ صُحُفًا مُّنَشَّرَةً ٥٣ كَلَّا ۖ بَل لَّا يَخَافُونَ ٱلْـَٔاخِرَةَ ٥٤ كَلَّآ إِنَّهُۥ تَذْكِرَةٌ ٥٥ فَمَن شَآءَ ذَكَرَهُۥ ٥٦ وَمَا يَذْكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ ۚ هُوَ أَهْلُ ٱلتَّقْوَىٰ وَأَهْلُ ٱلْمَغْفِرَةِ