অনুবাদ
তেলাওয়াত

৮৬ . আত্ ত্বারিক্ব - (الـطارق) | রাতের আগন্তুক

makkah, মোট আয়াতঃ ১৭

وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ

অর্থ: কসম আসমানের ও রাতে আগমনকারীর।

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ

অর্থ: আর কিসে তোমাকে জানাবে রাতে আগমনকারী কী?

ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ

অর্থ: উজ্জ্বল নক্ষত্র।

إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ

অর্থ: প্রত্যেক জীবের উপরই সংরক্ষক রয়েছে।

فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ مِمَّ خُلِقَ

অর্থ: অতএব মানুষের চিন্তা করে দেখা উচিৎ, তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে ?

خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍ

অর্থ: তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুতবেগে নির্গত পানি থেকে।

يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ

অর্থ: যা বের হয় মেরুদন্ড ও বুকের হাঁড়ের মধ্য থেকে।

إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌ

অর্থ: নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম।

يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ

অর্থ: যে দিন গোপন বিষয়াদি পরীক্ষা করা হবে।

১০

فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ

অর্থ: অতএব তার কোন শক্তি থাকবে না। আর সাহায্যকারীও না।

১১

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ

অর্থ: বৃষ্টিসম্পন্ন আসমানের কসম।

১২

وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ

অর্থ: কসম বিদীর্ণ যমীনের।

১৩

إِنَّهُۥ لَقَوْلٌ فَصْلٌ

অর্থ: নিশ্চয় এটা ফয়সালাকারী বাণী।

১৪

وَمَا هُوَ بِٱلْهَزْلِ

অর্থ: আর তা অনর্থক নয়।

১৫

إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا

অর্থ: নিশ্চয় তারা ভীষণ কৌশল করছে।

১৬

وَأَكِيدُ كَيْدًا

অর্থ: আর আমিও ভীষণ কৌশল করছি।

১৭

فَمَهِّلِ ٱلْكَـٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا

অর্থ: অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের অবকাশ দাও।

৮৬ . আত্ ত্বারিক্ব - (الـطارق) | রাতের আগন্তুক

makkah, মোট আয়াতঃ ১৭

١ وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ ٢ وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ ٣ ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ ٤ إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ ٥ فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ مِمَّ خُلِقَ ٦ خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍ ٧ يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ ٨ إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌ ٩ يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ ١٠ فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ ١١ وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ ١٢ وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ ١٣ إِنَّهُۥ لَقَوْلٌ فَصْلٌ ١٤ وَمَا هُوَ بِٱلْهَزْلِ ١٥ إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا ١٦ وَأَكِيدُ كَيْدًا ١٧ فَمَهِّلِ ٱلْكَـٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا